Ratan Tata Passes Away: ষষ্ঠীর রাতে এল দুঃসংবাদ! শিল্প জগতে যুগের অবসান, প্রয়াত রতন টাটা! দেশ জুড়ে শোকের ছায়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ratan Tata Passes Away: প্রয়াত শিল্পপতি রতন টাটা। গুরুতর অসুস্থ এই শিল্পপতি মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
মুম্বইঃ প্রয়াত ভারতীয় শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটা। গুরুতর অসুস্থ এই শিল্পপতি মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। গত সোমবার, মুম্বইয়ের বিচ ক্যান্ডি এলাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ শিল্পপতি।
সোমবার রতন টাটা হাসপাতালে ভর্তির পরে জানান, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর নিয়মিত মেডিক্যাল পরীক্ষা হয়, সেই জন্যই হাসপাতালে যাওয়া। তবে বুধবার টাটার এক প্রতিনিধি জানান, তিনি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে সাড়া দিচ্ছেন না। তারপর থেকেই বাড়ছিল উদ্বেগ। তারপরেই রাতে এল এই দুঃসংবাদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।
advertisement
আরও পড়ুনঃ শারীরিক অবস্থার আচমকা অবনতি, মুম্বইয়ের হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ারে’ রতন টাটা, সূত্র
১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। মুম্বই, শিমলা হয়ে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়তে যান রতন টাটা। ১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতকস্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। সাতের দশকে TATA Group-এ ম্যানেজার স্তরের দায়িত্ব পান। ১৯৯১ সালে জেআরডি টাটা TATA Sons-র দায়িত্ব ছাড়লে রতন টাটাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন।
advertisement
advertisement
২০১২ সালে TATA Group-র এগজিকিউটিভ ক্ষমতা ছেড়ে দেন রতন টাটা। সেই জায়গায় পারিবারিক আত্মীয় সাইরাস মিস্ত্রিকে আনা হয়। কিন্তু ২০১৬ সালে সাইরাস মিস্ত্রিকে Tata Sons-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফেরেন রতন টাটা। এরপর, ২০১৭ সালে নটরাজন চন্দ্রশেখরণকে TATA Sons-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঘোষণা করা হয়।
২০০০ সালে ‘পদ্মভূষণ’, ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’ পান রতন টাটা। মহারাষ্ট্র, অসম সরকারও তাঁকে সম্মান প্রদান করে। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি থেকেও সম্মানিত হন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 12:08 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata Passes Away: ষষ্ঠীর রাতে এল দুঃসংবাদ! শিল্প জগতে যুগের অবসান, প্রয়াত রতন টাটা! দেশ জুড়ে শোকের ছায়া

