UPI Payment: নতুন বছরে বদলে যাচ্ছে UPI পেমেন্টের নিয়ম! এখন না জানলে কিন্তু পরে পস্তাবেন

Last Updated:

UPI Payment: অনুমান করা হচ্ছে, ৩১ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে

নতুন বছরে বদলে যাচ্ছে UPI পেমেন্টের নিয়ম
নতুন বছরে বদলে যাচ্ছে UPI পেমেন্টের নিয়ম
UPI-এর মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকরা শীঘ্রই ট্যাপ অ্যান্ড পে-এর সুবিধা পাবেন। এর অধীনে, আপনাকে পেমেন্ট মেশিনের সঙ্গে আপনার মোবাইলে স্পর্শ করতে হবে এবং অর্থপ্রদান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই পরিষেবা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অনুমান করা হচ্ছে, ৩১ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে শীঘ্রই এই সুবিধা চালু করতে বলেছে। UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যে কোনও সময় তাদের অ্যাপে UPI-Tap এবং Pay সুবিধা শুরু করতে পারে। বর্তমানে, এই পরিষেবাটি Google Pay, Bhim App এবং Paytm-এ কিছু নির্বাচিত গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস এই বছরের সেপ্টেম্বরে গ্লোবাল ফিনটেক ফেস্টে অন্যান্য নতুন ডিজিটাল পেমেন্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে ইউপিআই ট্যাপ এবং পে বৈশিষ্ট্য চালু করার ঘোষণা করেছিলেন। এর আগে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইউপিআই (হ্যালো ইউপিআই) এবং ইন্টারনেট ছাড়াই ভয়েসের মাধ্যমে অর্থ প্রদানের সুবিধা প্রদান করেছিল।
advertisement
advertisement
যদি কোনও ব্যবহারকারী ট্যাপ সুবিধার জন্য একটি UPI Lite অ্যাকাউন্ট খোলেন, তাহলে তিনি ৫০০ টাকার কম মূল্যের লেনদেন করতে পারবেন। ৫০০ টাকার বেশি পেমেন্টের জন্য পিন প্রয়োজন হবে। ব্যবসায়ীদের UPI স্মার্ট QR বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) প্রযুক্তিতে সজ্জিত একটি ট্যাগের প্রয়োজন হবে।
advertisement
এই সুবিধায় মোবাইল ফোন থেকে QR কোড স্ক্যান করার প্রয়োজন হবে না। গ্রাহককে কেবল QR কোড মেশিন বা পেমেন্ট মেশিন দিয়ে মোবাইলে স্পর্শ (ট্যাপ) করতে হবে। এর পর পেমেন্ট করা হবে। এই সুবিধা পেতে হলে মোবাইলে NFC থাকা প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payment: নতুন বছরে বদলে যাচ্ছে UPI পেমেন্টের নিয়ম! এখন না জানলে কিন্তু পরে পস্তাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement