UPI Payment: বিরাট সুখবর! UPI পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল বৃহত্তম এই ব্যাঙ্ক, জানুন বিশদে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
UPI Payment: কানারা ব্যাঙ্ক RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের UPI পেমেন্টের সুবিধা চালু করেছে
নিউ দিল্লি: কানারা ব্যাঙ্ক RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের UPI পেমেন্টের সুবিধা চালু করেছে। এই সুবিধাটি ব্যাঙ্কের জনপ্রিয় ‘Canara ai1’ ব্যাঙ্কিং সুপার অ্যাপেও দেওয়া হয়েছে। কানারা ব্যাঙ্ক হল প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্ক যা NPCI-এর সঙ্গে যৌথভাবে এই সুবিধা চালু করেছে। ব্যাঙ্কের গ্রাহকরা এখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও RuPay ক্রেডিট কার্ড থেকে ব্যবসায়ীদের UPI পেমেন্ট করতে পারবেন।
RuPay ক্রেডিট কার্ডগুলি এখন UPI আইডির সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। এই নির্বিঘ্ন, নিরাপদ এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতি গ্রাহকদের ক্রেডিট কার্ড লেনদেন করতে দেয় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। কানারা ব্যাঙ্কের এমডি এবং সিইও শ্রী কে. সত্যনারায়ণ রাজু জানিয়েছেন, ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতিটি অ্যাকাউন্ট লিঙ্কিং পদ্ধতির মতোই। গ্রাহকরা লিঙ্ক করার জন্য অ্যাকাউন্ট তালিকার সময় কানারা ক্রেডিট কার্ড নির্বাচন করতে পারেন।
advertisement
advertisement
UPI লেনদেনের জন্য প্রযোজ্য লেনদেনের সীমা RuPay ক্রেডিট কার্ড ব্যবহার করে UPI পেমেন্টের জন্য অব্যাহত থাকবে। ব্যাঙ্ক জানিয়েছে, এই সুবিধা ডিজিটাল পেমেন্টকে আরও উন্নত করবে। সেইসঙ্গে UPI ইকোসিস্টেমকে প্রসারিত করবে। এই ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, NPCI-এর MD এবং CEO শ্রী Dilip Asbe বলেছেন যে UPI-তে RuPay ক্রেডিট কার্ডের সংযুক্তিকরণ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 7:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payment: বিরাট সুখবর! UPI পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল বৃহত্তম এই ব্যাঙ্ক, জানুন বিশদে