বাড়ির মেয়েদের ১৫০০০ টাকা দেবে সরকার! দেখে নিন কারা পাবে এই সুবিধা

Last Updated:

কারা পাবেন এই সুবিধা ? দেখে নিন....

#নয়াদিল্লি: কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক যোজনা চালানো হয় যেখানে বিভিন্ন ধরনের সুযোগ ও আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিশেষ স্কিম চালানো হচ্ছে যার সুবিধা পাবেন রাজ্যের মহিলারা ও মেয়েরা ৷ এই স্কিমের সুবিধা সরকার ৬টি কিস্তিতে দিয়ে থাকে ৷ যোজনার নাম কন্যা সুমঙ্গল যোজনা (Kanya Sumangala Yojana)৷ এই যোজনায় সরকারের তরফে মহিলাদের ১৫,০০০ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
এই যোজনার সুবিধা নেওয়ার জন্য আপনাকে উত্তরপ্রPদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে ৷ অধিকতম একই পরিবারের দুই মেয়ে এই সুবিধা পাবেন ৷ এছাড়া আবেদনকারীর পরিবারের আয় বছরে ৩ লক্ষ বা তার বেশি হলে হবে না ৷ কোনও পরিবারের যমজ মেয়ে থাকলে তারাও এই সুবিধা পাবেন ৷ এই পরিস্থিতিতে ওই পরিবারের তিনজন মেয়ে এই সুবিধা পাবেন ৷
advertisement
কত টাকার সুবিধা মিলবে-
১. সবচেয়ে প্রথমে বাচ্চার জন্মের সময় ২ হাজার দেওয়া হবে
advertisement
২. মেয়ের টিকাকরণের সময় ১০০০ টাকা দেওয়া হবে
৩. প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার পর ২ হাজার টাকা দেওয়া হবে
৪. এরপর ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর ২ হাজার টাকা দেওয়া হবে
৫. নবম শ্রেণিতে ওঠার পর ৩০০০ টাকার সাহায্য করা হবে
advertisement
৬. দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়ার জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে
এই যোজনা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে https://mksy.up.gov.in/women_welfare/index.php লিঙ্কে ভিজিট করতে হবে ৷
এই যোজনার জন্য কী কী ডকুমেন্ট লাগবে
আধার কার্ড
পাসপোর্ট সাইজ ফটো
মোবাইল নম্বর
Domicile Certificate
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ঠিকানার প্রমান পত্র
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ির মেয়েদের ১৫০০০ টাকা দেবে সরকার! দেখে নিন কারা পাবে এই সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement