CIBIL স্কোর না থাকলে কি লোন পাওয়া যাবে? ধোয়াঁশা কাটিয়ে স্পষ্ট করল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অতীতে ঋণ নিয়ে যাঁরা যত ধারাবাহিক ভাবে তা পরিশোধ করেছেন, তাঁদের সিবিল স্কোর তত বেশি হয়৷
সিবিল স্কোর খারাপ হলেই অনেক সময় লোনের আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি৷ আর যদি সিবিল স্কোর না থাকে, তা হলে তো কথাই নেই৷ প্রথম বার লোন নিতে গিয়ে কালঘাম ছুটে যায় অনেকের৷
প্রথম বার যাঁরা লোন নেবেন, তাঁদের জন্য এবার সুখবর দিল কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি সংসদে একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়ে দিল, সিবিল স্কোর শূন্য বা নেই, শুধুমাত্র এই অজুহাতে ঋণের আবেদন খারিজ করতে পারবে না কোনও ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠান৷
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছেন, ঋণ দেওয়ার মাপকাঠি হিসেবে ন্যূনতম সিবিল স্কোর কত হতে হবে, সেই সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক৷ বরং রিজার্ভ ব্যাঙ্ক ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দিয়ে বলেছে, প্রথমবার যাঁরা লোন নিচ্ছেন তাঁদের আবেদন খতিয়ে দেখার ক্ষেত্রে সিবিল স্কোর বাদে অন্যান্য বিষয়গুলিও খতিয়ে দেখা হোক৷
advertisement
advertisement
এর অর্থ দাঁড়াল কোনও ছাত্র যদি এডুকেশন লোন চায় অথবা কোনও পরিবার হোম লোনের জন্য প্রথমবার আবেদন করে, তাহলে শুধুমাত্র সিবিল স্কোর না থাকার অজুহাতে তাদের আবেদন খারিজ করা যাবে না৷ সেক্ষেত্রে আবেদনকারীর আয়, তিনি কতদিন কোথায় চাকরি করেছেন এই ধরনের তথ্য অথবা অন্যান্য আর্থিক তথ্য খতিয়ে দেখে ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলিকে৷
advertisement
ভারতে ক্রেডিট স্কোর বা সিবিল ধরা হয় ৩০০ থেকে ৯০০-র মধ্যে৷ অতীতে ঋণ নিয়ে যাঁরা যত ধারাবাহিক ভাবে তা পরিশোধ করেছেন, তাঁদের সিবিল স্কোর তত বেশি হয়৷ ভারতে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে এই সিবিল স্কোরকেই প্রাথমিক ধাপ হিসেবে চিহ্নিত করা হয়৷ যদিও কেন্দ্র এবার জানিয়ে দিল, ঋণ দেওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর একটি মাপকাঠি হতে পারে, তবে একমাত্র মাপকাঠি কখনওই নয়৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 9:04 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CIBIL স্কোর না থাকলে কি লোন পাওয়া যাবে? ধোয়াঁশা কাটিয়ে স্পষ্ট করল কেন্দ্র