Union Budget 2025: নতুন বিমানবন্দর, পটনা এয়ারপোর্ট সংস্করণ থেকে মাখানা বোর্ড...! বাজেটে বিহারের ঝুলিতে উপচে পড়ল 'উপহার'

Last Updated:

সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর।

বিহারে বরাদ্দ কী কী
বিহারে বরাদ্দ কী কী
নয়াদিল্লি: শনিবার ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত বছর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।
অর্থমন্ত্রী বলেন, ‘‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। আর্থিক বৃদ্ধিতে বিশ্বে প্রথম সারিতে দেশ। জিডিপির হারে ধাক্কার শঙ্কা খারিজ করেই দাবি অর্থমন্ত্রীর। বিকশিত ভারত দারিদ্র শূন্য। স্বাস্থ্য, শিক্ষা, মহিলা, কৃষক।’’ এবারের বাজেটে বিহারের ঝুলিতে বাড়ল আরও কিছু উপহার।
advertisement
advertisement
বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি।
advertisement
সম্প্রসারিত হবে পটনা বিমানবন্দর।
দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তার মধ্যে বিহারে তিনটি।
এবারের বাজেট থেকে আমজনতার প্রত্যাশা অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমূল সংস্কার চাইছে শিল্প মহল। আয়কর ছাড়ের আশায় বুক বাঁধছে মুদ্রাস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত। উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিকে তাকিয়ে যুবসমাজ। ১ ফেব্রুয়ারি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় ঘোষণা আসতে চলেছে। আয়কর ছাড়, ক্যাপেক্স বৃদ্ধি, জিএসটি রেশনালাইজেশন-সহ বেশ কিছু ক্ষেত্রে চাহিদা পূরণ হতে পারে।
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2025: নতুন বিমানবন্দর, পটনা এয়ারপোর্ট সংস্করণ থেকে মাখানা বোর্ড...! বাজেটে বিহারের ঝুলিতে উপচে পড়ল 'উপহার'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement