Budget 2025 Expectations: বার্ষিক ১৫ লাখ টাকা আয়? বড়সড় স্বস্তি মিলতে পারে বাজেটে, কী পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী? রইল বিশদে

Last Updated:

Union Budget 2025 Expectations: বর্তমানে নতুন কর কাঠামোয় ৩ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত।

News18
News18
২০২৫-২৬-এর বাজেটে স্বস্তি পেতে পারেন বার্ষিক ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জনকারী করদাতারা। তাঁদের বেশ কিছু ছাড় দেওয়া চিন্তাভাবনা রয়েছে অর্থ মন্ত্রকের। এই সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২০-২১ অর্থবর্ষে নতুন কর কাঠামো চালুর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যে অনেক করদাতাই পুরনো কর কাঠামোর বদলে নতুন কর কাঠামো বেছে নিয়েছেন। এই ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।
বর্তমানে নতুন কর কাঠামোয় ৩ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। ৩ থেকে ৬ লাখ টাকা আয়ের উপর ৫ শতাংশ, ৬ থেকে ৯ লাখ আয়ের উপর ১০ শতাংশ, ৯ থেকে ১২ লাখ আয়ের উপর ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ আয়ের উপর ২০ শতাংশ, এবং ১৫ লাখের বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হয়। তবে ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের কারণে ৭.৭৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন : ২০২৫ সালে মহিলাদের জন্য আদর্শ এই ৫ স্কিম, রয়েছে বিপুল মুনাফার সুযোগ, জেনে নিন
জানা গিয়েছে, মৌলিক কর ছাড়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ করার কথা ভাবা হচ্ছে। অন্যান্য ট্যাক্স স্ল্যাবেও সংশোধন আনা হতে পারে। যেমন ৪ থেকে ৭ লাখ টাকা আয়ের করদাতারা ৫ শতাংশের ট্যাক্স স্ল্যাবের আওতায় আসতে পারেন। ফলে ১৪ লাখ টাকা পর্যন্ত আয়ের করদাতারা জন্য এই ব্যবস্থা লাভজনক হতে চলেছে।
advertisement
বার্ষিক ১৩ থেকে ১৪ লাখ টাকা উপার্জনকারী ব্যক্তিদের উপর থেকে করের বোঝা কমানোই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। বিশেষ চেষ্টা করা হচ্ছে যাতে শহরাঞ্চলের করদাতারা স্বস্তি পান। কারণ গ্রামের তুলনায় শহরে মূল্যস্ফীতি বেশি। তাই মূলত শহুরে করদাতারাই মূল্যস্ফীতির যাঁতাকলে পড়েছেন। তাঁরাই আবার পুজিবাদি অর্থনীতির মূল চালিকাশক্তি। সূত্র মারফত এমনটাই খবর। কর বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, প্রত্যেক ট্যাক্স স্ল্যাবের সীমা ১ লাখ টাকা পর্যন্ত বাড়ালে বোঝা কমবে। করদাতারাও হাত খুলে খরচ করতে উৎসাহ পাবেন।
advertisement
আরও পড়ুন: ‘Har Ghar Lakhpati’ স্কিমে আরডি করছেন? ১ লাখ টাকা রিটার্ন পেতে প্রতি মাসে কত বিনিয়োগ করতে হবে দেখুন
ইওয়াই ইন্ডিয়া ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি সার্ভিসেস-এর পার্টনার সুধীর কাপাডিয়া ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “করদাতাদের অধিকাংশই শহরে বাস করেন। এখানে মূল্যস্ফীতির হার বেশি। তবে মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষদের উপর যে চাপ পড়ছে, তা থেকে নিস্তার দিতে প্রত্যেক ট্যাক্স স্ল্যাবের সীমা ১ লাখ টাকা করে বাড়ানো উচিত।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025 Expectations: বার্ষিক ১৫ লাখ টাকা আয়? বড়সড় স্বস্তি মিলতে পারে বাজেটে, কী পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী? রইল বিশদে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement