Investment Schemes For Women: ২০২৫ সালে মহিলাদের জন্য আদর্শ এই ৫ স্কিম, রয়েছে বিপুল মুনাফার সুযোগ, জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Investment Schemes for Women: গত কয়েক বছরে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও হলুদ ধাতু থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
গত কয়েক বছরে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও হলুদ ধাতু থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় মহিলারা প্রাচীন কাল থেকেই সোনায় বিনিয়োগ করে আসছেন। তাই হলুদ ধাতু লাভজনক বিকল্প হতে পারে। বর্তমানে ফিজিক্যাল সোনায় বিনিয়োগ করার প্রয়োজন নেই। ডিজিটাল গোল্ড এবং ইটিএফের মতো বিকল্প রয়েছে। ভাল মুনাফাও মেলে। অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করাও যায়।
advertisement
মিউচুয়াল ফান্ডে এসআইপি করেও ভাল টাকা রিটার্ন পেতে পারেন মহিলারা। মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। এসআইপি বাজারের সঙ্গে যুক্ত। ফলে ঝুঁকি রয়েছে। কিন্তু রিটার্নও ভাল পাওয়া যায়। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য আদর্শ। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদি এসআইপিতে ১২ শতাংশ হারে রিটার্ন মেলে, যা আর অন্য কোনও স্কিমে পাওয়া যায় না।
advertisement
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। যাঁরা স্বল্পমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এটা লাভজনক। বিনিয়োগের মেয়াদ ২ বছর। সুদের হার ৭.৫ শতাংশ। ন্যূনতম ১০০০ টাকা এবং সর্বাধিক ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। অ্যাকাউন্ট খোলার এক বছর পর, জরুরি প্রয়োজনে মোটা জমা টাকার ৪০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারেন বিনিয়োগকারী।
advertisement
ডেট ফান্ডও মহিলাদের জন্য ভাল বিকল্প হতে পারে। এটাও আদতে মিউচুয়াল ফান্ড। তবে ঝুঁকি তুলনামূলকভাবে কম। রিটার্নও ভাল পাওয়া যায়। ডেট ফান্ডে বিনিয়োগকারীদের টাকা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়। যেমন বন্ড, সরকারী সিকিউরিটি, ট্রেজারি বিল এবং নন-কনভার্টিবল ডিবেঞ্চার ইত্যাদি। তাই এটা নিরাপদ। লিকুইডিটির সমস্যা নেই। যখন খুশি টাকা তুলে নেওয়া যায়। তবে সাধারণত, ডেট ফান্ডের ম্যাচিউরিটির নির্দিষ্ট তারিখ থাকে।
advertisement