Union Budget 2023: চাই স্পষ্ট নীতি, বাড়াতে হবে বিদেশি ফান্ডিং! বাজেট নিয়ে বিরাট আশা স্টার্ট আপের
- Published by:Suvam Mukherjee
- trending desk
Last Updated:
Union Budget 2023: মুদ্রাস্ফীতি মাত্রা ছাড়িয়েছে, বিশ্ব জুড়েই সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে মূলধন হয়েছে ব্যয়বহুল।
নয়া দিল্লি: স্টার্ট আপগুলোর জন্য ২০২২ সাল ভাল যায়নি মোটেই। মুদ্রাস্ফীতি মাত্রা ছাড়িয়েছে, বিশ্ব জুড়েই সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে মূলধন হয়েছে ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন, আরও ২ থেকে ৩ ত্রৈমাসিক এরকমই চলবে।
সিলভারনিডল ভেঞ্চারসের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং পার্টনার অজয় জৈন বলছেন, ‘ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রি বাজারের এই পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। তবে ফান্ডিং প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি আরও ২-৩ ত্রৈমাসিক চলবে’।
advertisement
জৈন আরও বলছেন, ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমে একত্রীকরণ এবং অধিগ্রহণের ট্রেন্ড শুরু হয়েছে। এটাও চলতে থাকবে। উল্লেখ্য, ২০২২ সালে প্রায় ২৪০টি স্টার্ট আপ সংস্থাকে বড় কোম্পানি অধিগ্রহণ করে। জৈন বলছেন, আসন্ন বাজেটে এই নিয়ে স্পষ্ট এবং স্বচ্ছ নীতি দরকার। তালিকাভুক্ত শেয়ারের তুলনায় অ-তালিকাভুক্ত শেয়ারের লাভকে সমান (বা আসলে কম) হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
২০২২ সালে শীর্ষ স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সেকুওয়া ক্যাপিটাল তার পোর্টফোলিও কোম্পানিগুলির প্রতিষ্ঠাতাদের বলেছিল, হাইপারগ্রোথের জন্য যে কোনও মূল্যে পুরস্কৃত হওয়ার যুগ আর নেই। বরং দ্রুত মুনাফা দিতে পারে এমন কোম্পানিগুলোর প্রতিই বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি মূলধন আরও ব্যয়বহুল হয়ে ওঠায় বিনিয়োগকারীরা কম টাকা ঢালছেন। তহবিল সংকটের কারণে ভারত সহ সারা বিশ্বেই স্টার্ট আপগুলি খরচ কমাতে ছাঁটাই শুরু করেছে।
advertisement
এক্সিমিয়াস ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক পার্ল আগরওয়াল বলছেন, ‘স্টার্ট আপগুলোর জন্য ২০২২ সাল ছিল সবচেয়ে কঠিন বছর। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়েছে। এর ফলে মূলধন ব্যয়বহুল হয়েছে। বেসরকারি বাজারে এটা বড় ধাক্কা’।
আসন্ন বাজেটে স্টার্ট আপের চাহিদাও স্পষ্ট করে দিয়েছেন আগরওয়াল। তাঁর কথায়, ‘ভারতীয় স্টার্ট আপগুলির জন্য এমন নীতি তৈরি করতে হবে যাতে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হন। তবেই অর্থনৈতিক ক্ষেত্র ভিতর থেকে মজবুত হবে’।
advertisement
একই কথা বলছেন ইনফ্লেক্সর ভেঞ্চারসের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং পার্টনার যতীন দেশাই। তাঁর মতে, ‘বিগত কয়েক বছর ধরে দেশে স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করেছে সরকার। আসন্ন বাজেটেও সেই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি। প্রযুক্তি উদ্ভাবনকে বাড়াতেও বিশেষ মনোযোগ দেওয়া উচিত। পাশাপাশি দেশীয় সক্ষমতা বিকাশের জন্য বিনিয়োগও বাড়াতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 12:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: চাই স্পষ্ট নীতি, বাড়াতে হবে বিদেশি ফান্ডিং! বাজেট নিয়ে বিরাট আশা স্টার্ট আপের