Union Budget 2023: বাজেটে বড় চমক! রেস্টুরেন্টে খেতে গেলে কি বিল কমবে? বাড়ছে প্রত্যাশা
- Published by:Suvam Mukherjee
- trending desk
Last Updated:
Union Budget 2023: অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাছে একাধিক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে দেশবাসী।
নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাছে একাধিক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে দেশবাসী। অপেক্ষায় খাদ্য ও পানীয় শিল্পখাতও। বিশেষজ্ঞরা সমসাময়িক চাহিদা তুলে ধরে বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড লিমিটেড (ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া ডব্লিউএন্ডএস)-এর ভাইস চেয়ারম্যান অমিত জাটিয়া বলছেন, "গত অর্থবর্ষে লাভের মুখ দেখেছে কিউএসআর শিল্প। আমাদের আশা, আসন্ন কেন্দ্রীয় বাজেটে সরকার এমন নীতিগুলোর উপর ফোকাস করবে, যা অর্থনীতিকে ট্র্যাকে রাখবে। ব্যবসা করা আরও সহজ করে তুলবে। একইসঙ্গে কিউএসআর শিল্প আইটিসি (ইনপুট ট্যাক্স ক্রেডিট) খাতের প্রবৃদ্ধি বাড়াতে ছাড়ের আশাও করছে।"
advertisement
advertisement
জাটিয়া যোগ করেন, বর্তমানে রেস্তোরাঁগুলিতে কোনও কোনও ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়াই জিএসটি হার ৫ শতাংশ। তাঁর কথায়, "এটা রেস্তোরাঁ ও খাদ্যশিল্পের জন্য তুলনামূলকভাবে অসুবিধাজনক। কারণ অন্যান্য সেক্টর ইনপুট ক্রেডিট ফেরত পায়। এটা আজ রেস্তোরাঁ শিল্পের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া কাঁচামাল আমদানিতে উদারীকরণ এবং দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি হলে সামগ্রিক শিল্পের বৃদ্ধিতে আরও সাহায্য করবে।"
advertisement
বারিস্তা কফি কোম্পানির সিইও রজত আগরওয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট পুনঃপ্রবর্তনের দাবি করেন। তিনি বলেন, "ইনপুট ক্রেডিট না পাওয়া এফঅ্যান্ডবি শিল্পের জন্য বড় ক্ষতি। ব্যবসার নগদ স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে। ইনপুট ট্যাক্স ক্রেডিট পুনঃপ্রবর্তন শুধু ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করবে তাই নয়, মহামারীর বছরগুলিতে যে আর্থিক ক্ষতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা থেকে বেরিয়ে আসার শক্তিও যোগাবে। বিশেষ প্রণোদনা স্কিম, তহবিল বৃদ্ধির জন্য সহজ ক্রেডিট ইকো-সিস্টেম এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করে এমন দেশীয় পণ্য ব্যবহার বাড়াতে হবে।"
advertisement
করোনা মহামারীর সময় লকডাউনের জেরে সমস্ত ব্যবসায়িক খাতই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লাভও কম হয়েছে। বর্তমানে অবস্থা বদলেছে। কিন্তু ক্ষতির অঙ্ক পোষানোর জন্য সরকারের কিছু করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। দ্য হেলথ ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা এবং সিইও বিনয় মাহেশ্বরী বলেন, "সামগ্রিক এফঅ্যান্ডবি সেক্টর আমাদের দেশের বৃদ্ধি এবং উন্নয়নের জন্য অপরিহার্য। তাই আসন্ন বাজেটে এই সেক্টরের উপর বিশেষ ফোকাস করা উচিত সরকারের।"
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 4:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটে বড় চমক! রেস্টুরেন্টে খেতে গেলে কি বিল কমবে? বাড়ছে প্রত্যাশা