Union Budget 2023: বাজেটের আগেই সুখবর শোনাল মোদি সরকার! ITR নিয়ে জরুরি আপডেট

Last Updated:

Union Budget 2023: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্ভবত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

#নয়া দিল্লি:  সাধারণ বাজেট পেশের আর মাত্র কয়েকদিন বাকি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্ভবত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। নতুন বাজেটে আয়কর অব্যাহতি দেওয়া হতে পারে জল্পনা শুরু হয়েছে। এবার আশা করা হচ্ছে, কর ছাড় আড়াই লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে। তবে এই বিষয়টি ১লা ফেব্রুয়ারিই স্পষ্ট হবে।
বাজেট পেশের আগেই করদাতাদের বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের এই স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রক টুইট করে জানিয়েছে, যে ৭৫ বছরের বেশি বয়সী নাগরিক, যাঁদের আয়ের উত্স হিসাবে ব্যাঙ্ক থেকে শুধুমাত্র পেনশন এবং সুদ রয়েছে, তাঁদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এতে প্রবীণ নাগরিকদের জন্য বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। বয়স্ক মানুষদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা কঠিন ছিল।
advertisement
advertisement
এই ছাড় দিতে আয়কর আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে সরকার। আয়কর রিটার্নে ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ছাড় দেওয়ার জন্য, আয়কর ১৯৬১ সালের আইনের সংশোধন করেছে। একটি নতুন ধারা, ১৯৪-পি ধারা যুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে করা এই পরিবর্তনের কথা ব্যাঙ্কগুলোকে জানানো হয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে যে নতুন নিয়ম সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আয়করের নিয়ম ৩১, ৩১A, ফর্ম ১৬ এবং ২৪Q-তে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।
advertisement
নতুন পরিবর্তন অনুসারে, ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের আইটিআর ফাইল করার প্রয়োজন নেই। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে, সেই ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে আয়ের উপর কর কেটে নেবে এবং রিটার্ন ফাইল করবে। এর জন্য নাগরিকদের ১২ বিবিএ ফর্ম পূরণ করে ব্যাঙ্কে জমা দিতে হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটের আগেই সুখবর শোনাল মোদি সরকার! ITR নিয়ে জরুরি আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement