Union Budget 2023: স্যালারি একলাফে বাড়বে বহুগুণ, বাজেটে কি ৮ম বেতন কমিশনের ঘোষণা হবে

Last Updated:

Union Budget 2023: কেন্দ্রীয় কর্মীদের বিরাট অংশের দাবি দাবি, সরকারকে শীঘ্রই অষ্টম বেতন কমিশন আনতে হবে।

টাকা। প্রতীকী ছবি
টাকা। প্রতীকী ছবি
নয়া দিল্লি: ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। শিল্প, ব্যবসায়ী, করদাতা, সাধারণ জনগণ এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে সবথেকে বেশি নজর সম্ভবত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ বহুদিন ধরেই তাঁরা অষ্টম বেতন কমিশন চালু করার দাবি করে আসছেন। সবচেয়ে আলোচিত বিষয় হল, কেন্দ্রীয় সরকার এই বাজেটে অষ্টম বেতন কমিশন আনার ঘোষণা করবে কিনা।
কেন্দ্রীয় কর্মীদের বিরাট অংশের দাবি দাবি, সরকারকে শীঘ্রই অষ্টম বেতন কমিশন আনতে হবে। সরকার এ ঘোষণা করলে সরকারি কর্মচারীদের বেতন বড় ধরনের বৃদ্ধি পেতে পারে।
করোনা মহামারি এবং লকডাউন পরবর্তী অবস্থায় সরকারি কর্মচারীদের মধ্যে সঞ্চয় এবং বিমা উভয়ের চাহিদা বাড়ছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান মূল্যস্ফীতি গৃহস্থালির বাজেটেও প্রভাব ফেলছে। কর্মচারীরা সরকারের কাছে দাবি করছেন, বাজেটে অষ্টম বেতন কমিশনের বিষয়ে একটি ঘোষণা করা হোক।
advertisement
advertisement
প্রসঙ্গত, কমিশনের ভিত্তিতে কর্মচারীদের বেতন, বেতন স্কেল ও ভাতা নির্ধারণ করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পেয়ে থাকেন। সরকার যদি অষ্টম বেতন কমিশন লাগু করে, তাহলে সরকারি কর্মচারীদের বেতন একলাফে অনেকটাই বৃদ্ধি পেতে পারে।
কর্মচারীদের সংগঠনের প্রস্তাব গৃহীত হলে ন্যূনতম স্যালারি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হতে পারে। সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ পর্যন্ত বাড়াতে পারে।
advertisement
বেতন কমিশন প্রতি ১০ বছর পর পর লাঘু হয় সাধারণত। কর্মচারীদের জন্য বেতন কমিশন প্রতি দশ বছরে একবার প্রয়োগ করা হয়। এখনও পর্যন্ত এই পদ্ধতিটি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সময়ে দেখা গেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগেই দাবি করেছেন, যে ২০২৩ সালে সম্ভবত ৮তম বেতন কমিশন গঠন করা হবে এবং এর সুপারিশগুলি ২০২৬ সালে বাস্তবায়িত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: স্যালারি একলাফে বাড়বে বহুগুণ, বাজেটে কি ৮ম বেতন কমিশনের ঘোষণা হবে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement