Union Budget 2022-23: পরিযায়ী শ্রমিক ও ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে বিশেষ প্যাকেজ দিক কেন্দ্র, নির্মলাকে বার্তা বিশেষজ্ঞদের!

Last Updated:

চাকরি সৃষ্টি করে এমন ১৩টি সেক্টরকে বেছে নিয়ে তাদের ভাতা দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা (Union Budget 2022-23)।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
#নয়াদিল্লি: ২০২০ সালে করোনা আছড়ে পড়ে দেশে। তারপর থেকেই দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছেন। মাস মাইনেতে কোপ পড়েছে অসংখ্য বেতনভোগী কর্মচারীর। কোপ পড়েছে পরিযায়ী শ্রমিকদের পেটেও। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে হু-হু করে। এই রকম টালমাটাল পরিস্থিতিতে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022-23) পেশ করবেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পরিযায়ী শ্রমিক। এঁরা তরুণ এবং উদ্যমী। নিজেদের রাজ্য ছেড়ে কাজের খোঁজে গোটা দেশে ঘুরে বেড়ান পরিযায়ী শ্রমিকরা। ভারতীয় অর্থনীতিতে তাঁদের অবদান প্রায় ২০ শতাংশ। সঙ্গে আছে এমএসএমই সেক্টর। জিডিপির প্রায় ৫০ শতাংশ আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। কিন্তু করোনায় এই দুটি ক্ষেত্রই প্রায় ধ্বসে গিয়েছে। বেকার হয়ে গিয়েছেন অসংখ্য মানুষ।
advertisement
ভুল শুধরে নেওয়ার সুযোগ
advertisement
যে কোনও আর্থিক সহায়তা বা বড় বিনিয়োগের ঘোষণা দেশের অর্থনীতির সংস্কার করতে পারবে না, যতক্ষণ অবধি সাধারণ জনগণের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা না করা হচ্ছে। দেশের একটি বড় অংশের জনসংখ্যার জীবনই স্বল্প আয়ের উপর অতিবাহিত হয়। যতক্ষণ গ্রাহকের চাহিদা বাড়বে না, ততক্ষণ উন্নয়নের ইঞ্জিনও চালু হবে না। এদিকে, আয় কম হলে, বাজারে চাহিদা বাড়ারও কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে পিএলআই স্কিমে জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। এ জন্য চাকরি সৃষ্টি করে এমন ১৩টি সেক্টরকে বেছে নিয়ে তাদের ভাতা দেওয়ার কথা বলছেন তাঁরা।
advertisement
খেলনা শিল্পে সম্ভাবনা
সুলভে জমি, কম সুদে ব্যাঙ্ক ঋণ এবং প্রয়োজন মতো শ্রম আইন সংশোধন হলে খেলনা শিল্পে বিপুল সম্ভাবনা আছে ভারতে। এই সমস্ত সেক্টর থেকে প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। বিশেষ করে অদক্ষ শ্রমিকদের কাছে নতুন দিগন্ত খুলে যাবে। খেলনার প্রতি দশ লক্ষ বিক্রিতে ১০০০ কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। তাই সরকারকে এই সেক্টরে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে ওয়াকিবহাল মহল।
advertisement
তাঁরা বলছেন, ২০২৫ সালের মধ্যে ভারতে খেলনা শিল্প থেকে ১৪০০ থেকে ২১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া উচিত সরকারের। তাহলে আগামী ২ থেকে ৩ বছরে কমপক্ষে ২০ থেকে ৩০ লক্ষ কর্মসংস্থান হবে।
মেট্রো থেকে দূরে
advertisement
উন্নয়নের নামে মেট্রো তৈরির কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে সরকারকে। পরিবর্তে পিছিয়ে পড়ার রাজ্যগুলির সার্বিক মানোন্নয়নের দিকে নজর দিতে হবে। বিশেষত পশ্চিমাঞ্চলীয় প্যাকেজের মতো নতুন কিছু ভাবতে হবে সরকারকে। যাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022-23: পরিযায়ী শ্রমিক ও ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে বিশেষ প্যাকেজ দিক কেন্দ্র, নির্মলাকে বার্তা বিশেষজ্ঞদের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement