বাজেট ২০২১: নির্মাণক্ষেত্রে কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক সুনিশ্চিত, সমস্ত ক্ষেত্রে মহিলাকর্মী নিয়োগ, ঘোষণা নির্মলা সীতারামনের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এছাড়াও টেক্সটাইল, জল, করোনা মোকাবিলায় বরাদ্দ, লৌহ ইস্পাতের উপর আমদানি শুল্ক, কাঁচা মালের উপর কাস্টমস ডিউটি-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
#নয়াদিল্লি: সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বাজেটের অনেকাংশই ঘোষণা করা হয়ে গিয়েছে। যার মধ্যে অন্যতম বড় ঘোষণা তিনি করলেন শ্রমিকদের নিয়ে। নির্মাণ কাজ ও পরিকাঠামোগত কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের ন্যূনতম পারিশ্রমিক সুনিশ্চিত করার কথা বললেন তিনি। পাশাপাশি মহিলাদের জন্যও একটি বড়সড় ঘোষণা করলেন।
২৯ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। ওই দিনই ইকোনমিক সার্ভে পেশ হয় সংসদে। তার পর শনিবার-রবিবার শেষে আজ বাজেট পেশ। সকাল থেকেই টেলিভিশনের দিকে তাকিয়ে ব্যবসায়ী থেকে চাকরিজীবী, পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলে। এবার বাজেটে লাল বই-খাতা নয়, ট্যাব হাতে দেখা যায় অর্থমন্ত্রীকে। তাঁর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। তার পর সেখান থেকে সংসদে পৌঁছান। বাজেটের আগে সংসদে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক শুরু হয়। তার পরই বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী।
advertisement
করোনা পরবর্তী এবছরের বাজেট নিয়ে একাধিক মানুষের একাধিক চাওয়া-পাওয়া রয়েছে। কেউ ট্যাক্সে ছাড় চাইছেন, তো কেউ কোভিড পরবর্তী পর্যায়ে ট্যাক্স থেকে অব্যাহতি চাইছেন। বিশেষজ্ঞদের একাংশ আবার প্যানডেমিকের কথা মাথায় রেখে, শ্রমিকদের কাজ হারানোর কথা মাথায় রেখে শ্রমিকদের জন্য ন্যূনতম একটি পারিশ্রমিক নির্দিষ্ট করার কথা বলেন।
advertisement
advertisement
কিছু দিন আগে এই বিষয়ে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া-র একটি ভার্চুয়াল অধিবেশনে DBS Bank-এর ইকোনমিস্ট রাধিকা রাও জানিয়েছিলেন, সরকারের কোষে রাজস্বের পরিমাণ বৃদ্ধির বিষয়টি সব সময়েই প্রফিট এবং মার্জিনের সাপেক্ষে বিচার করা হয়, এক্ষেত্রে ওয়েজেস আর লেবার নিয়ে কোনও আলোচনাই হয় না। কিন্তু বাজেট এমনই হওয়া উচিৎ যা ইনকাম আর ওয়েজেসকে সমর্থন জোগাবে।
advertisement
এবার এই বিষয়টি বাজেটে অগ্রাধিকার পেল। অর্থমন্ত্রী জানিয়েছেন, নির্মাণ কাজ ও পরিকাঠামোগত কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের ন্যূনতম পারিশ্রমিক সুনিশ্চিত করা হবে।
এর পাশাপাশি কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ আরও বাড়াতে, সমস্ত ক্ষেত্রে মহিলা কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন তিনি। জানান, সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষাবিধি নির্দিষ্ট করে মহিলাদের নিয়োগ করা হবে।
advertisement
FM @nsitharaman: Delayed contribution of EPF by employer for employee will not be allowed as a deduction#Budget2021 #AatmanirbharBharatKaBudget
— DD News (@DDNewslive) February 1, 2021
অতিমারীর পরবর্তী পর্যায়ে এই দুই ঘোষণাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আজ এছাড়াও টেক্সটাইল, জল, করোনা মোকাবিলায় বরাদ্দ, লৌহ ইস্পাতের উপর আমদানি শুল্ক, কাঁচা মালের উপর কাস্টমস ডিউটি-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2021 4:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজেট ২০২১: নির্মাণক্ষেত্রে কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক সুনিশ্চিত, সমস্ত ক্ষেত্রে মহিলাকর্মী নিয়োগ, ঘোষণা নির্মলা সীতারামনের