Budget 2021: বাড়ি কেনার স্বপ্নপূরণ মধ্যবিত্তের, দেড় লক্ষ পর্যন্ত কর ছাড়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বাড়ি কেনার স্বপ্ন সাধারণ মধ্যবিত্তদের, দেড় লক্ষ পর্যন্ত মিলবে করছাড়, বাড়ি কেনা এবং ভাড়ার ক্ষেত্রে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ।
#নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্তদের স্বপ্নের বাড়ি তৈরি জন্য বাজেটে বিশেষ পরিকল্পনা শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ (১.৫ লক্ষ) টাকা পর্যন্ত করছাড় মিলবে বলে জানালেন তিনি। এবং এই সুবিধা মিলবে মার্চের ২০২২ পর্যন্ত। বাজেট পেশ করতে গিয়ে এটা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাড়ি কেনা এবং ভাড়ার ক্ষেত্রে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। বাজেট ঘোষণা করতে গিয়ে সাধারণকে এই স্বস্তি দিলেন নির্মলা সীতারমন।
তবে এবছর করছাড়ের ক্ষেত্রে খুব বেশি সুবিধা পাবেন না সাধারণ মানুষ। যদিও প্রবীণদের জন্য আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পঁচাত্তর বছর বয়সীদের উপর যাঁরা পেনশনভোগী, তাঁদের আয়কর রিটার্ন দিতে হবে না। ব্যাঙ্কে পেনশনে TDS কাটা হবে না বলে বাজেটে প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
advertisement
advertisement
চলতি আর্থিক বছরে সরকারের রাজস্ব ঘাটতি GDP-র ৯.৫ শতাংশ। বারো লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ করতে হবে সরকারকে। বললেন নির্মলা সীতারমন। এলআইসির শেয়ার খোলা বাজারে কেনা যাবে ৷ তার জন্য সংশোধনী আনা হবে। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2021 1:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2021: বাড়ি কেনার স্বপ্নপূরণ মধ্যবিত্তের, দেড় লক্ষ পর্যন্ত কর ছাড়