#নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্তদের স্বপ্নের বাড়ি তৈরি জন্য বাজেটে বিশেষ পরিকল্পনা শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ (১.৫ লক্ষ) টাকা পর্যন্ত করছাড় মিলবে বলে জানালেন তিনি। এবং এই সুবিধা মিলবে মার্চের ২০২২ পর্যন্ত। বাজেট পেশ করতে গিয়ে এটা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাড়ি কেনা এবং ভাড়ার ক্ষেত্রে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। বাজেট ঘোষণা করতে গিয়ে সাধারণকে এই স্বস্তি দিলেন নির্মলা সীতারমন।
তবে এবছর করছাড়ের ক্ষেত্রে খুব বেশি সুবিধা পাবেন না সাধারণ মানুষ। যদিও প্রবীণদের জন্য আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পঁচাত্তর বছর বয়সীদের উপর যাঁরা পেনশনভোগী, তাঁদের আয়কর রিটার্ন দিতে হবে না। ব্যাঙ্কে পেনশনে TDS কাটা হবে না বলে বাজেটে প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
চলতি আর্থিক বছরে সরকারের রাজস্ব ঘাটতি GDP-র ৯.৫ শতাংশ। বারো লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ করতে হবে সরকারকে। বললেন নির্মলা সীতারমন। এলআইসির শেয়ার খোলা বাজারে কেনা যাবে ৷ তার জন্য সংশোধনী আনা হবে। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।