Aadhaar updation: আধার কার্ড দশ বছরের বেশি পুরনো? অবিলম্বে নথি আপডেট করুন, নির্দেশ ইউআইডিএআই-এর

Last Updated:

যাঁরা এই ১০ বছরে কখনও তাদের রেকর্ড আপডেট করেনি, তাঁরা যেন অবিলম্বে অনলাইনে বা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সমস্ত নথিপত্র আপডেট করেন।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: আধার কার্ড সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। তথ্য অনুসারে, এখন আধার কার্ডে রাখা নথিগুলি ১০ বছর পর পর আপডেট করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) সেই আধার ধারকদেরও অনুরোধ করেছে, যাঁদের ১০ বছর আগে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হয়েছিল এবং যাঁরা এই ১০ বছরে কখনও তাঁদের রেকর্ড আপডেট করেননি, তাঁরা যেন অবিলম্বে অনলাইনে বা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সমস্ত নথিপত্র আপডেট করেন। ডেটাবেসে তথ্য সংশোধনের জন্যই এই নির্দেশিকা বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে ইউডিআইএআই জানিয়েছে, আধার কার্ড হোল্ডাররা অনলাইনে ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে বা বাড়ির কাছের আধার সেন্টারে গিয়ে অফলাইনে সহায়ক নথি আপলোড করে তাঁদের অনন্য আইডি রেকর্ড আপডেট করতে পারেন’। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১০ বছর আগে যাঁদের আধার কার্ড ইস্যু হয়েছে এবং এই বছরগুলোতে যাঁরা কোনও আপডেট করেননি, তাঁদের অবশ্যই যাবতীয় তথ্য দিয়ে আধার আপডেট করাতে হবে।'
advertisement
advertisement
গত এক দশকে আধার কার্ড হয়ে উঠেছে ভারতীয় নাগরিকদের সর্বজন স্বীকৃত প্রমাণপত্র। আধার নম্বর না থাকলে কেন্দ্রীয় সরকার পরিচালিত ১,১০০টিরও বেশি সরকারি স্কিমের সুবিধে পাওয়া যায় না। ব্যাঙ্ক, এনবিএফসি-র মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পরিষেবা পেতেও গ্রাহকের আধার কার্ড বাধ্যতামূলক।
advertisement
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বাসিন্দাদের স্বার্থেই আধার কার্ডকে বর্তমান পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ সহ আপডেট রাখা আবশ্যক। সঙ্গে ইউআইডিএআই আরও জানিয়েছে, আধার নথি আপডেট থাকলে সঠিক প্রমাণীকরণ এবং আরও ভাল পরিষেবা পেতে সাহায্য করবে।
advertisement
ইউআইডিএআই সর্বদাই আধারের নথি আপডেট রাখার কথা বলে। এই নিয়ে একাধিক বিজ্ঞপ্তিও জারি হয়েছে। এই নিয়ে শেষ বিজ্ঞপ্তি জারি হয় ৯ নভেম্বর ২০২২-এ। সেখানে আধার (এনরোলমেন্ট এবং আপডেট) (দশম সংশোধন) প্রবিধান ২০২২-এর আওতায় ১০ বছরের পুরনো সমস্ত আধার কার্ড আপডেট করার নির্দেশ দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) আবারও বাসিন্দাদের আধার ডেটাবেসে অবিচ্ছিন্ন এবং নির্ভুল তথ্য পেতে তাঁদের আধার নথি আপডেট করার জন্য অনুরোধ এবং উৎসাহিত করছে’।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar updation: আধার কার্ড দশ বছরের বেশি পুরনো? অবিলম্বে নথি আপডেট করুন, নির্দেশ ইউআইডিএআই-এর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement