Big Breaking: নতুন বছরের জন্য বড় সুখবর! PPF, NSC-সহ এই সেভিংস স্কিমে বাড়ল সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নিন কোন স্কিমে কত সুদ পাওয়া যাচ্ছে -
#নয়াদিল্লি: আপনার কি পিপিএফ, ন্যাশনাল সেভিংস স্কিম, এমআইএস, সুকন্যা সমৃদ্ধি স্কিমে বিনিয়োগ করেছেন ? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সরকার এই স্কিমগুলিতে সুদের হার ১ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে ৷ অর্থমন্ত্রকের নোটিফিকেশন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্মল সেভিংস স্কিমে সুদের হার ০.২০ থেকে ১.১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এর জেরে এবার থেকে স্মল সেভিংস স্কিমে সুদের হার ৪.০ শতাংশ থেকে ৭.৬ শতাংশের মধ্যে থাকবে ৷
দেখে নিন কোন স্কিমে কত সুদ পাওয়া যাচ্ছে ৷
সরকার ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছরের জন্য জমা টাকায় সুদের হার বৃদ্ধি করেছে ৷ এছাড়া প্রবীণ নাগরিকদের সেভিংস যোজনা, মাসিক আয় যোজনারও সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৷ তবে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার স্থির রাখা হয়েছে ৷ এই স্কিমের সুদের হার বদল করা হয়নি ৷
advertisement
advertisement
এক বছরের টাইম ডিপোজিটের রেট বাড়িয়ে ৬.৬ শতাংশ করা হয়েছে ৷ ২ বছরের জন্য টাইম ডিপোজিট বাড়িয়ে ৬.৮ শতাংশ করা হয়েছে ৷
আরও পড়ুন: নিরাপদ নেট ব্যাঙ্কিংয়ের ৭টি গুরুত্বপূর্ণ টিপস, এগুলো মেনে চললে প্রতারকরা কিছু করতে পারবে না!
advertisement
Govt hikes interest rates on NSC, post office term deposits, senior citizen savings scheme from January 1; no change in PPF rate@Sapna_CNBC reports https://t.co/4HIlympGwF
— CNBC-TV18 (@CNBCTV18Live) December 30, 2022
৩ বছরের টাইম ডিপোজিটের হার বাড়িয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে ৷ ৫ বছরের টাইম ডিপোজিট বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে ৷ সিনিয়র সিটিজেন সেভিংস প্ল্যানে সুদের হার বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে ৷
advertisement
মান্থলি ইনকাম প্ল্যানে সুদের হার বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছে ৷ কিষান বিকাশ পত্রের সুদের হার বাড়িয়ে ৭.২ শতাংশ করা হয়েছে ৷ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 6:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Big Breaking: নতুন বছরের জন্য বড় সুখবর! PPF, NSC-সহ এই সেভিংস স্কিমে বাড়ল সুদের হার