Exclusive: কয়লা থেকে গ্যাস তৈরিতে জোর কেন্দ্রে, কীভাবে সম্ভব? জানুন বিশদে

Last Updated:

সিএনবিসি আওয়াজ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সরকার কয়লা থেকে গ্যাস তৈরির জন্য বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে।

#নয়া দিল্লি: বড় উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সিএনবিসি আওয়াজ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সরকার কয়লা থেকে গ্যাস তৈরির জন্য বড় ধরনের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে একটি খসড়া নোট তৈরি করেছে কয়লা মন্ত্রণালয়। জানা যাচ্ছে, প্ল্যান্ট এবং মেশিনের জন্য প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার মূলধন সহায়তা ঘোষণা করা যেতে পারে।
কোল ইন্ডিয়া BHEL, GAIL, ইন্ডিয়ান অয়েলের সঙ্গে চুক্তি করেছে। কয়লা গ্যাসীকরণের এই প্রকল্পটি করা হয়েছে নিভেলি লিগনাইট ওপেন টেন্ডারের মাধ্যমে। কয়লা গ্যাসীকরণের জন্য আর্থিক সাহায্য ছাড়াও, অন্যান্য ফ্রন্টেও কেন্দ্রীয় সহায়তা মিলতে পারে। আদানি এন্টারপ্রাইজ, দীপক ফার্টিলাইজারসহ অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। কয়লা মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারি কোম্পানিগুলোর বৈঠক হয়েছে।
মন্ত্রিসভার খসড়া নোট তৈরি করেছে কয়লা মন্ত্রণালয়। মাটিতে পুঁতে রাখা কয়লা কয়লা গ্যাসীকরণের মাধ্যমে মিথানলে রূপান্তরিত হয়। এর পরে, এই গ্যাসটি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। এর বাইরে পেট্রোলেও এর এটি মিশ্রণ করতে চায় সরকার। যাতে করে আমদানি বিল কমানো যায়।
advertisement
advertisement
এখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্প দ্রুত শুরু করার চেষ্টা চালাচ্ছে। অনেক সংস্থা এ বিষয়ে প্রাথমিক ভাবে আগ্রহ দেখাতে শুরু করেছে। কিন্তু এখনও এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Exclusive: কয়লা থেকে গ্যাস তৈরিতে জোর কেন্দ্রে, কীভাবে সম্ভব? জানুন বিশদে
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement