Bank Strike: নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি, মধ্যবিত্তের স্বস্তি! ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, বড় সিদ্ধান্ত সংগঠনগুলির
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
UFBU ঘোষণা করেছে যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও IBA-এর সঙ্গে ইতিবাচক আলোচনার পর ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত রাখা হয়েছে।
কলকাতা: আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। তবে শুক্রবার UFBU ঘোষণা করেছে যে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে ইতিবাচক আলোচনা হওয়ায় এই ধর্মঘট আপাতত এক থেকে দুই মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
advertisement
শুক্রবার সকালে DFS (Department of Financial Services), IBA এবং UFBU-র প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পাঁচ দিনের ব্যাঙ্কিং, কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা এবং PLI (Performance Linked Incentive)-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সদর্থক আশ্বাস মিলেছে যে, পাঁচ দিনের ব্যাঙ্কিং-সহ অন্যান্য দাবিগুলির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুনরায় বৈঠক হওয়ার কথা রয়েছে।
advertisement
UFBU জানিয়েছে, পাঁচ দিনের ব্যাঙ্কিং কার্যকর করার বিষয়টি Chief Labour Commissioner (CLC) সরাসরি পর্যবেক্ষণ করবেন। তাই আলোচনার এই ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ২৪ ও ২৫ মার্চের ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪-২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট হলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হওয়ার আশঙ্কা ছিল। কারণ, ২২ মার্চ শনিবার, ২৩ মার্চ রবিবার থাকায় ব্যাঙ্ক বন্ধ। এরপর টানা দু’দিন ধর্মঘট হলে চার দিন ধরে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকত। এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
তবে ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ গ্রাহকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। UFBU (United Forum of Bank Unions) জানিয়েছে, এই সিদ্ধান্ত সাময়িক হলেও, দাবি আদায়ের জন্য আলোচনা চালিয়ে যাওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 6:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Strike: নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি, মধ্যবিত্তের স্বস্তি! ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, বড় সিদ্ধান্ত সংগঠনগুলির