Uber for Teens: কলকাতায় উবের-এর নতুন উদ্যোগ ‘উবের ফর টিনস’! ১৩ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীদের জন্য বিশেষ পরিষেবা

Last Updated:

সম্প্রতি গ্রাহকদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল উবের। সেখানে ৯২ শতাংশ অভিভাবক জানিয়েছেন, নির্ভরযোগ্য পরিবহণ না থাকায় সন্তানদের দরকারি কাজে পাঠাতে পারেননি তাঁরা।

গ্রাহকদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল উবের
গ্রাহকদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল উবের
কলকাতা: কখনও বেশি ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বচসা, তো কখনও চালকের বিরুদ্ধে শালীনতার সীমা ছাড়ানোর অভিযোগ। টিনএজ সন্তানকে মা-বাবা একলা ছাড়েন কোন ভরসায়! এই সমস্যার সমাধানে ‘Uber for Teens’ নিয়ে এল অ্যাপ ক্যাব সংস্থা। ১৩ থেকে ১৭ বছর বয়সীদের কথা মাথায় রেখে নিরাপদ, বিশ্বস্ত এবং সুবিধাজনক পরিষেবা দেবে উবের। দিল্লি এনসিআর, হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, চেন্নাই, কলকাতা, আহমদাবাদ, জয়পুর, কোচি, চণ্ডীগড়, লখনউ, ভুবনেশ্বর সহ দেশের মোট ৩৭টি শহরে ‘উবের ফর টিনস’ পরিষেবা চালু হল।
ঠিকঠাক গাড়ি পেল তো, কোনও অসুবিধা হচ্ছে না তো – সন্তান বাইরে বেরলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। তাই ‘Uber for Teens’-এ থাকছে জিপিএস ট্র্যাকিং এবং রিয়েল টাইম রাইড ট্র্যাকিং। অর্থাৎ সন্তানকে কোন পথ দিয়ে ক্যাব গন্তব্যে নিয়ে যাচ্ছে, সবটাই বোঝা যাবে। পাশাপাশি অ্যাপেই এমার্জেন্সি বাটনও দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে এক ক্লিকেই জানতে পারবেন মা-বাবা। শুধু তাই নয়, মা-বাবা সন্তানের নামে অ্যাকাউন্টও খুলতে পারবেন অ্যাপে। গাড়ি বুক করতে পারবেন। আবার কিশোর ইউজার তাঁর অ্যাকাউন্ট তৈরি করে অভিভাবককে গার্ডিয়ান হিসেবে যোগ করার সুবিধাও থাকবে। এই প্রসঙ্গে উবের ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার প্রধান প্রভজীত সিং বলেন, “ভারতে পরিবহণে কিশোর-কিশোরীদের জন্য কিছু সমস্যা রয়েছে, এ কথা স্বীকার করতেই হবে। এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি আমরা। অভিভাবকরা এই পরিষেবাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। কিশোর-কিশোরীরা খুব সহজে এটা ব্যবহারও করতে পারবে।“
advertisement
আরও পড়ুন: ‘দরজা খুলুন, পুলিশ…’ ভিতরে প্রেমিক-প্রেমিকা! এরপরই দরজা ভেঙে ভিতরে ঢুকে যা দেখা গেল, হাড়হিম হয়ে গেল সকলের
সম্প্রতি গ্রাহকদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল উবের। সেখানে ৯২ শতাংশ অভিভাবক জানিয়েছেন, নির্ভরযোগ্য পরিবহণ না থাকায় সন্তানদের দরকারি কাজে পাঠাতে পারেননি তাঁরা। ৭২ শতাংশ অভিভাবক জানিয়েছেন, ছেলেমেয়েকে বাইরে পাঠালে নিরাপত্তাই তাঁদের কাছে সবার আগে। স্কুলের পর খেলা বা এক্সট্রাক্যারিকুলার অ্যাকটিভিটিজের জন্য নিজের গাড়িতেই সন্তানকে নিয়ে যান ৬৩ শতাংশ অভিভাবক। ৬১ শতাংশ অভিভাবক সন্তানকে কোচিংয়ে পাঠান নিজেদের গাড়িতেই। সমীক্ষায় উঠে এসেছে এমনটাই। যখন অভিভাবকদের প্রশ্ন করা হয়, তাঁরা কি কিশোর সন্তানদের জন্য নির্দিষ্ট রাইডশেয়ার পরিষেবা চান? উত্তরে ৯৩ শতাংশ বলেন, যদি নিরাপদ ও নির্ভরযোগ্য হয় তবেই। এর মধ্যে ৬৪ শতাংশ নিয়মিত ব্যবহার করার কথা জানিয়েছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Uber for Teens: কলকাতায় উবের-এর নতুন উদ্যোগ ‘উবের ফর টিনস’! ১৩ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীদের জন্য বিশেষ পরিষেবা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement