Viral: রাতারাতি 'মালামাল'...! যা করলেন 'এই' দুই গৃহবধূ! চমকে গেলেন সকলে, সোশ্যাল মিডিয়াই খুলে দিল...

Last Updated:

Viral: সোশ্যাল মিডিয়ার দৌলতে মালামাল দুই গৃহবধূ। কী এমন করলেন তারা দু'জনে, জানলে আপনিও অবাক হবেন৷

+
ভেষজ

ভেষজ আবির

পুরুলিয়া : সোশ্যাল মিডিয়ার দৌলতে মালামাল দুই গৃহবধূ। অন্যদেরও স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন তারা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দোরগোড়ায় দোল উৎসব। দোলের অন্যতম অঙ্গ আবির। তবে কেমিক্যাল আবিরে রয়েছে বেশ কিছু ক্ষতিকারক দিক। ‌তাই অনেকেই ভেষজ আবির পছন্দ করে থাকেন। আর তাতেই ভাগ্য খুলে গেল পুরুলিয়ার দুই গৃহবধূর। সোশ্যাল মিডিয়া থেকে আবির বানানোর পদ্ধতি রপ্ত করে ভেষজ আবির তৈরি করে লক্ষ্মীলাভ করছেন তারা।
দোল উৎসব উপলক্ষে শাক সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করে রোজগারের নতুন দিশা দেখাচ্ছেন পুরুলিয়া শহরের দুলমি – নডিহা এলাকার বাসিন্দা নমিতা মাহাতো ও দশমী মাহাতো।‌ এ-বছর প্রথম তারা এই আবির তৈরি করছেন।‌ আর তাদেরকে সহযোগিতা করছে পরিবারের অন্যান্য সদস্যরা। পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ সহ নানান শাক সবজি ব্যবহার করে অ্যারারুট এবং গোলাপ জল দিয়ে তৈরি করা হচ্ছে লাল, হলুদ, সবুজ, গেরুয়া, গোলাপী রঙের আবির।
advertisement
advertisement
এই আবির তৈরিতে খরচ কম, লাভও বেশি। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আবির। কেমিক্যাল আবিরের মত এই আবিরে কোনও ক্ষতি হয় না বলে ভেষজ আবিরের চাহিদাও যথেষ্ট ভাল রয়েছে বলে জানান প্রস্তুতকারীরা। এ বিষয়ে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, কেমিক্যাল আবিরের তুলনায় ভেষজ আবির যথেষ্ট ভাল। পলাশ ফুল দিয়ে অনেকেই ভেষজ আবির প্রস্তুত করে থাকেন। যারা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন তাদের কাছে অনুরোধ তারা যেন গাছ থেকে ফুল না ছিড়ে মাটিতে পড়ে থাকা পলাশ ফুল দিয়ে আবির প্রস্তুত করেন।
advertisement
আবির ছাড়া একপ্রকার অসম্পূর্ণ দোল উৎসব। তবে কেমিক্যাল আবিরের বদলে অনেকেরই পছন্দ ভেষজ আবির। আর এই ভেষজ আবির তৈরি করেই রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন অনেকেই।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Viral: রাতারাতি 'মালামাল'...! যা করলেন 'এই' দুই গৃহবধূ! চমকে গেলেন সকলে, সোশ্যাল মিডিয়াই খুলে দিল...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement