Twitter: জমা দিতে হবে সরকারি নথি! যাচাই হলে তবেই বাড়তি সুবিধা মিলবে ট্যুইটারে

Last Updated:

Twitter: এর উদ্দেশ্য হল প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা এবং অ্যাকাউন্টধারীদের আরও সাহায্যের জন্য সুবিধা প্রদান করা

বাড়তি সুবিধা মিলবে ট্যুইটারে
বাড়তি সুবিধা মিলবে ট্যুইটারে
ট্যুইটার অর্থাৎ এক্স-র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সরকারি আইডি ভিত্তিক যাচাইকরণ সুবিধা চালু করেছে। এর উদ্দেশ্য হল প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা এবং অ্যাকাউন্টধারীদের আরও সাহায্যের জন্য সুবিধা প্রদান করা। কোম্পানির মতে, আইডি যাচাইকরণ বর্তমানে অনেক দেশে রয়েছে এবং শীঘ্রই ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (EEA) এবং যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশে অন্তর্ভুক্ত করা হবে।
এক্স এখন পরিচয় যাচাইয়ের জন্য ইসরায়েলে সংস্থা AU10TIX-এর সঙ্গে কাজ করছে। AU10TIX-এ, ব্যবহারকারীদের সমস্ত তথ্য যেমন ছবি, বায়োমেট্রিক ইত্যাদি ডেটা ৩০ দিনের জন্য সংরক্ষণ করা হবে। অর্থাৎ কোম্পানি ডেটার ভিত্তিতে ব্যবহারকারীদের যাচাই করবে। যদি এই বৈশিষ্ট্যটি ভারতেও লাইভ হয়, তাহলে কোম্পানি ভারতীয় ভিত্তিক যে কোনও যাচাইকরণ কোম্পানি/পরিষেবা ব্যবহার করতে পারে।
advertisement
advertisement
যখন কোনও প্রিমিয়াম ব্যবহারকারী সরকারি আইডির সাহায্যে তাঁর অ্যাকাউন্ট যাচাই করবেন, তখন তাঁর অ্যাকাউন্টে “এই অ্যাকাউন্ট আইডি যাচাই করা হয়েছে” লেখা থাকবে। প্রিমিয়াম ব্যবহারকারী নীল টিক-এ ক্লিক করলে এই লেখাটি দেখাবে। এছাড়াও, এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্টটি সরকারি আইডি দিয়ে যাচাই করলে প্রোফাইল পরিবর্তন, নাম পরিবর্তন ইত্যাদির পর্যালোচনা প্রক্রিয়া এই ধরনের ব্যবহারকারীদের জন্য সহজ করা হবে।
advertisement
তবে এটিতে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দাবি করা হয়েছে যে এতে অংশগ্রহণকারীদের কিছু বাড়তি সুবিধাও দেবে সংস্থাটি। এই সুবিধাগুলি শুধুমাত্র ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ছাড়া ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Twitter: জমা দিতে হবে সরকারি নথি! যাচাই হলে তবেই বাড়তি সুবিধা মিলবে ট্যুইটারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement