Toll Fee Hike: সারা দেশে টোল চার্জ বাড়ল ৪-৫%, এবার থেকে কত বেশি টোল দিতে হবে ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Toll Fee Hike: যাত্রীরা, যাঁরা জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, এখন তাঁদের সেই রাস্তায় ভ্রমণের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে।
যোগাযোগ ব্যবস্থা যত ভাল, সেই দেশ তত বেশি উন্নত বলে মনে করা হয়ে থাকে। ভারত বর্তমানে এই দিক থেকে দেখলে প্রথম বিশ্বের দেশগুলোর সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে। সরকারের সদিচ্ছা এবং বদান্যতায় গড়ে উঠছে নতুন নতুন সড়ক, সেতু, টানেল। তবে শুধু গড়ে তোলাই যথেষ্ট নয়, তার সুষ্ঠু রক্ষণাবেক্ষণও অতীব প্রয়োজনীয়। এখানে সরকারের পাশাপাশি নাগরিকেরও ভূমিকা থাকে। এই যোগাযোগ ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য তাঁদের যে চোল চার্জ দিতে হয়, তা দিয়েই সরকার সড়ক, সেতু, টানেল যথাযথ রাখে, নতুন গড়ে তোলে।
যাত্রীরা, যাঁরা জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, এখন তাঁদের সেই রাস্তায় ভ্রমণের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে। কারণ ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) সারা দেশে হাইওয়েতে গড়ে ৪ থেকে ৫ শতাংশ টোল চার্জ বাড়িয়েছে। সারা দেশে জাতীয় মহাসড়কে যানবাহনের জন্য সংশোধিত টোল চার্জ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে, সংবাদ সংস্থা পিটিআই মারফত এই তথ্য সামনে এসেছে।
advertisement
advertisement
সংবাদ সংস্থা পিটিআই হাইওয়ে মন্ত্রকের এক উর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য তুলে ধরেছে এই প্রসঙ্গে। সেই কর্মকর্তার মতে, এই চোল চার্জের হার মূল্যস্ফীতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করার জন্য বার্ষিক ভিত্তিতে পরিবর্তিত হয়ে থাকে। প্রতি বছর ১ এপ্রিল থেকে সংশোধিত হার কার্যকর করা হয়।
advertisement
৮৫৫টি টোল প্লাজায় ফি আদায় করা হয় –
ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কে প্রায় ৮৫৫টি ইউজার ফি প্লাজা রয়েছে, যেখানে ইউজার ফি জাতীয় হাইওয়ে ফি (দর নির্ধারণ এবং সংগ্রহ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ৬৭৫টি পাবলিক ফান্ডেড ফি প্লাজা এবং ১৮০টি কনসেশনার দ্বারা পরিচালিত টোল প্লাজা।
advertisement
সংশোধিত হারগুলি দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-জয়পুর হাইওয়ে সহ সারা দেশের প্রধান রুটে যাত্রীদের প্রভাবিত করবে।
ট্রাক ভাড়া প্রভাবিত হবে না –
এস পি সিং, ইন্ডিয়ান ফাউন্ডেশন অফ ট্রান্সপোর্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং (IFTRT), পিটিআইকে বলেছেন যে, ১-৩১ মার্চ, ২০২৫-এর মধ্যে WPI বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত টোল চার্জ বৃদ্ধি ট্রাকের ভাড়ার উপর কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না, কারণ কার্গো অফারে ১০-১৫ শতাংশ বৃদ্ধির পরে, ট্রাকের ভাড়া ইতিমধ্যেই প্রতি দেশে ৫-৩% বেড়েছে। এস পি সিং বলেছেন যে, ট্রাক চালকদের জন্য ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ টোল ফি বৃদ্ধি হ্রাস করেছে। তাঁর মতে, ২০২৫ সালের মার্চ মাসে ট্রাকের ভাড়া বৃদ্ধি টোল চার্জের সাধারণ বৃদ্ধির তুলনায় অসম পরিমাণে বেশি ছিল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 3:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Toll Fee Hike: সারা দেশে টোল চার্জ বাড়ল ৪-৫%, এবার থেকে কত বেশি টোল দিতে হবে ? জেনে নিন