PNB Car Loan EMI: ৫ বছরের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৮ লাখ টাকার কার লোনে কত EMI দিতে হবে?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PNB Car Loan EMI: এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ৮ লাখ টাকার কার লোন নিলে, প্রতি মাসে কত টাকা ইএমআই হিসাবে দিতে হবে।
গাড়ি বর্তমান সময়ে কোনও ভাবেই আর বিলাসিতা নয়। এটা ঠিক যে ব্যয়বহুল গাড়ি একটা সামাজিক ক্ষেত্রে স্টেটাস সিম্বল হিসাবে বিবেচিত হয়, তবে, একটা ছিমছাম বাজেটের চার-চাকা দিনে-রাতে মধ্যবিত্তের অনেক দরকারেই আসে। করোনার সময় তো বিশেষ করে এ কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই সময়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত ছিল ঝুঁকির বিষয়। অথচ, গাড়ি কিনতে চাইলেই যে হাতে নগদ থোক টাকা থাকবে, তার কোনও মানে নেই। এরকম পরিস্থিতিতে প্রয়োজনের সময়ে নিজেদের স্বপ্নের গাড়ি ক্রয় করার জন্য অনেকেরই প্রধান ভরসা কার লোন। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে কার লোন অফার করে থাকে।
advertisement
advertisement
advertisement
যদি গ্রাহকরা প্রতি বছরে ৯.৫৫ শতাংশ সুদের হারে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৫ বছরে ৮ লাখ টাকার গাড়ির লোন নেন, তাহলে হিসাব অনুযায়ী গ্রাহকদের প্রতি মাসে ১৬,৮২১ টাকা ইএমআই হিসাবে দিতে হবে।পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কার লোন ক্যালকুলেটর অনুযায়ী, এই ৮ লাখ টাকার গাড়ির লোনের উপর গ্রাহকদের মোট ২,০৯,২৬৩ টাকা সুদ হিসাবে দিতে হবে। অর্থাৎ তাঁদের এই টাকাটা প্রতি বছরে ৯.৫৫ শতাংশ হারে সুদ বাবদ বেশি দিতে হবে।
advertisement
advertisement