৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় চাকরি হারাতে চলেছেন হাজার হাজার কর্মীরা

Last Updated:

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর এই সংস্থাগুলিতে কর্মরত কয়েক হাজার মানুষ চাকরি হারাতে চলেছেন ৷

#নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনকে ডিজিটাল প্রত্যাঘাত ভারতের। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর এই সংস্থাগুলিতে কর্মরত কয়েক হাজার মানুষ চাকরি হারাতে চলেছেন ৷ আনুমানিক ১০ থেকে ১২ হাজার জন এই সংস্থাগুলিতে কাজ করছিলেন ৷ সীমান্তে উত্তেজনার জেরে কেন্দ্র সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কংর প্রসাদ ট্যুইটে জানিয়েছেন, এই অ্যাপগুলি সম্পর্কে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ ডেটা সিকিউরিটি ও প্রাইভেসির জন্য অত্যন্ত বিপজ্জনক এই অ্যাপ ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই ৫৯টি চাইনিজ অ্যাপের বেশিরভাগ সংস্থায় ১০ থেকে ১২ হাজার জন চাকরি করতেন ৷ কিন্তু ১০-১৫ টি সংস্থায় ৪০০ থেকে ৫০০ জন কাজ করতেন ৷ বন্ধ করা হয়েছে যে অ্যাপসগুলি সেগুলি হল টিকটক, শেয়ারচ্যাট, ইউসি ব্রাউজার, হ্যালো, বিগো লাইভ, সেলফিসিটি, মেল মাস্টার, প্যারালাল স্পেস,Mi Video Call -Xiaomi, WeSync এর মতো অ্যাপস সামিল রয়েছে যা দেশের মধ্যে বেশ জনপ্রিয় ৷
advertisement
ভারতীয় নিরাপত্তা এজেন্সি বেশ কয়েকদিন আগে থেকেই চিনা অ্যাপগুলি দেশের জন্য বিপজ্জনক বলে জানিয়েছিল ৷ এজেন্সির তরফে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছিল এই অ্যাপ ব্যান করে দেওয়া হোক বা মোবাইল ফোন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ কারণ চিনা অ্যাপের মাধ্যমে ভারতীয়দের ডেটা হ্যাক করা হচ্ছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় চাকরি হারাতে চলেছেন হাজার হাজার কর্মীরা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement