গরম পড়লেই কদর বাড়ে এই গাছের, নিলামে বিক্রি হয়! এই পেশা আপনিও বেছে নিতে পারেন, জানুন বিশদে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
গরম এলেই কদর বাড়ে এই গাছের। মূলত এই গ্রীষ্মে লিজ নিয়ে চলে ব্যবসা। জানুন জঙ্গলমহলের এই পেশা সম্পর্কে।
পশ্চিম মেদিনীপুর: গরম এলেই কদর বাড়ে এই গাছের। মূলত এই গ্রীষ্মে লিজ নিয়ে চলে ব্যবসা। বাজারে বিক্রি করে মরশুমে একটা সময় বিক্রিবাট্টা হয় বেশ। বছরের একটা সময়ে লাভ জুটে এদের। সারাবছর অপেক্ষায় থাকে কয়েকটা দিনের ব্যবসার জন্য। মে মাস পড়তেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে ভয়ঙ্কর গরম।
দুপুরের রোদের তেজে যেন আগুন ঝরছে! তার মধ্যেই পিংলা থানার অন্তর্গত ধর্মপুর, পুরন্দর, মল্লিকচকসহ একাধিক গ্রামে দেখা যাচ্ছে এক সুন্দর, প্রাণবন্ত দৃশ্য। শুধু দেখে উপভোগ নয়, খেয়েও উপভোগ করছেন সকলে। লাভও জুটছে একসময়।
advertisement
advertisement
রাস্তায় বসে তাল কাটছেন বিক্রেতারা। তালশাঁস বিক্রির এই চিত্র এখন গ্রীষ্মের নিয়মিত উপাখ্যান। তবে নেপথ্যে রয়েছে স্বনির্ভরের গল্প। সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ধারে চলে এই বিক্রি। পথচলতি মানুষ, দিনমজুর, সাইকেল আরোহী, এমনকি বাইকের যাত্রীরাও দাঁড়িয়ে পড়ছেন তালশাঁসের ঠান্ডা স্বাদের টানে। পাঁচ থেকে দশ টাকায় বিক্রি হচ্ছে নরম, রসালো তালশাঁস।তবে জানেন জঙ্গলমহলের বেশ কিছু মানুষের উপার্জনের এক মাধ্যম এটি। কারণ জঙ্গলমহলের বেশ কিছুজন বছরে এই সময়ে ভাড়া নেয় তাল গাছ। সেখান থেকে তাল সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে বিক্রেতারা। বেশ কয়েকজনের রুটিরুজির মাধ্যম এটি।
advertisement
ভোরবেলায় পাশের গ্রামের তালগাছ থেকে তুলে এনে গ্রামের বাজারে বিক্রি করেন তারা। বাজারে ৫/১০ টাকায় বিক্রি করেন। ফলত, এই মরশুমে শুধু বিক্রি বাড়ে। সকালে সংগ্রহ করে এনে, সারাদিন বিক্রি করেন বিক্রেতারা।গ্রামীণ এলাকায় চাহিদা রয়েছে বেশ। তবে এই সময়ে গাছেরও কদর বাড়ে। গাছ বিক্রি হয় কয়েক হাজার টাকায়। বছরের এই সময়ে লিজ নেন কয়েকজন।
advertisement
স্বাভাবিকভাবে, অন্যান্য পেশার পাশাপাশি এই সময়ে তাল বিক্রি করে জঙ্গলমহলের বেশ কিছু মানুষ রোজগার করেন। স্বনির্ভরতার এক অন্যতম মাধ্যম হয়ে উঠে এই পেশা।
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 5:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গরম পড়লেই কদর বাড়ে এই গাছের, নিলামে বিক্রি হয়! এই পেশা আপনিও বেছে নিতে পারেন, জানুন বিশদে!