COVID-19: পলিসি হোল্ডারদের জন্য বিশেষ ঘোষণা সংস্থার, মিলবে বাড়তি কভার

Last Updated:

পলিসি হোল্ডারদের জন্য প্রিমিয়াম ছাড়াই বাড়তি ৫ লক্ষ টাকার কভার দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি প্রিমিয়াম দিতে হবে না ৷

#নয়াদিল্লি: সম্প্রতি টাটা এআইএ লাইফ ইনস্যুরেন্সের তরফে (Tata AIA Life Insurance) পলিসি হোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে ৷ পলিসি হোল্ডারদের জন্য প্রিমিয়াম ছাড়াই বাড়তি ৫ লক্ষ টাকার কভার দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি প্রিমিয়াম দিতে হবে না ৷ পাশাপাশি সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে এআইএ লাইফ ইনস্যুরেন্সের সক্রিয় এজেন্ট, তাদের জীবন সঙ্গী ও সন্তানদের COVID-19 এর জন্য হাসপাতালে ভর্তি করা হলে ২৫০০০ টাকার সাহায্য করা হবে ৷
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে যে COVID-19 এর চিকিৎসা আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB-PM JAY) মাধ্যমে করা যেতে পারে ৷ এর জেরে এবার দেশের ৫০ কোটি মানুষ করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন লিস্টেড বেসরকারি হাসপাতালগুলিতে ৷ অথার্ৎ প্রাইভেট ল্যাবেও করোনার পরীক্ষা করা যেতে পারে ৷
advertisement
ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন পে Bajaj Allianz General Insurance এর সঙ্গে করোনা কেয়ার নামে একটি ইনস্যুরেন্স পলিসির ঘোষণা করেছে ৷ ভারতে বেশ দ্রুত গতিতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ এর জন্য একাধিক বিমা সংস্থা করোনা কভার করার জন্য নতুন পলিসি লঞ্চ করেছে ৷ তবে পলিসির নিয়ম ও শর্ত একটু আলাদা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
COVID-19: পলিসি হোল্ডারদের জন্য বিশেষ ঘোষণা সংস্থার, মিলবে বাড়তি কভার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement