Business News: গাঁদা ফুলে ব্যাপক লাভ! বিকল্প চাষের পথে হাঁটছেন কৃষকেরা
- Written by:Trending Desk
- local18
Last Updated:
সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি কাজেও আসছে পরিবর্তন। বিহারের পূর্ব চম্পারন জেলার কৃষকরাও ঐতিহ্যবাহী চাষাবাদের পাশাপাশি বৃহৎ পরিসরে বিকল্প চাষ শুরু করেছেন।
পাটনা: সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি কাজেও আসছে পরিবর্তন। বিহারের পূর্ব চম্পারন জেলার কৃষকরাও ঐতিহ্যবাহী চাষাবাদের পাশাপাশি বৃহৎ পরিসরে বিকল্প চাষ শুরু করেছেন। এমনই একজন কৃষক হলেন ঢেকাহানের বাসিন্দা মনোজ কুমার কুশওয়াহা। তিনি দুই একর জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। অন্য জমিতে তিনি সবজি চাষ করেন। কৃষক জানান, এই জমিতে বন্যার সময় চার থেকে ছয় ফুট জল থাকে। ফলে এখানে অনেক সময়ই জমি ফাঁকা পড়ে থাকত। এই পরিস্থিতিতে প্রতি বছর এক মরশুমে এই জমিতে চাষ করা ফুল ও সবজি পান তিনি।
মনোজ বলেন যে তিনি দেখেছেন তাঁদের গ্রাম থেকে অল্প দূরের গ্রাম পাটৌরায় ফুল চাষ হয়। ওই গ্রামের কৃষকেরা ফুল চাষ করেন অনেকদিন ধরেই। বাজারে সেই সব ফুলের ব্যাপক চাহিদা ছিল। মনোজ বলেন, ‘মন্ডিতে গেলেই দেখতাম বাইরে থেকেও প্রচুর পরিমাণে ফুল আসে। দামি দামি ফুল।’ ওই এলাকায় ফুলের বিক্রি যথেষ্ট বেশি। এতে ভাল আয় হয়। এরপর মনোজও ফুল চাষের প্রস্তুতি নিতে থাকেন।
advertisement
advertisement
তিনি জানান, গাঁদা ফুলের চাষ একেবারেই প্রথাগত চাষের মতো। আগে লাঙল দিয়ে মাঠ তৈরি করে নিতে হয়। এরপর কলকাতা থেকে আনিয়ে চারা রোপণ করেন তাঁরা।
৬০ দিনে ফলন:
গাছ লাগানোর ৫০ দিন পর গাছে মাটি দেওয়া হয়। সপ্তম দিন থেকে গাছে ফুল ধরতে শুরু হয়। তারপর প্রতি চতুর্থ দিন ফুল ছিঁড়ে নেওয়া যেতে পারে। তাই প্রতি কাঠায় আয় হতে পারে ১০ হাজার টাকা। মনোজ জানান, তিনি দুই একর জমিতে গাঁদা চাষ করেছেন। আগাছা নিড়ানো থেকে শুরু করে মাটি দেওয়া, জল দেওয়া, ফুল তৈরি করা পর্যন্ত কাজে নিযুক্ত রয়েছেন স্থানীয় শ্রমিকরা। ফলে শুধু একক আয় নয়। গাঁদা চাষে সরাসরি যুক্ত হয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে প্রায় ২০টি পরিবার।
advertisement
রোগ প্রতিরোধ—
গাঁদা ফুলে এক ধরনের কালো ছোপ পড়ে যায়। এই রোগ থেকে গাছ বাঁচাতে আগেই সচেতন হওয়া প্রয়োজন। এই জন্য ফুলের প্রতি মনোযোগ দিতে হয়। অস্বাস্থ্যকর ফুল ছিঁড়ে ফেলতে হবে। সেই সঙ্গে কালো দাগ রোধ করতে স্প্রে করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 7:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: গাঁদা ফুলে ব্যাপক লাভ! বিকল্প চাষের পথে হাঁটছেন কৃষকেরা