East Medinipur News: বাড়ির ছাদ কিংবা আশপাশে কম জমিতে এই কাজের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ

Last Updated:

East Medinipur News: বাড়ির আশেপাশে ফাকা জায়গা কিংবা বাড়ির ছাদ কাজে লাগিয়ে মাসে মাসে মোটা টাকা রোজগারের সুযোগ। বিশেষ করে বেকারদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নার্সারি।

+
নার্সারিতে

নার্সারিতে ফুলের গাছ

নন্দকুমার: বাড়ির ছাদ কিংবা বাড়ির আশেপাশে এক টুকরো জমি থাকলেই তা থেকেই প্রচুর ইনকামের সুযোগ রয়েছে। বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে বেকারত্বের সমস্যা তত বাড়ছে। শিক্ষিত যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার কথা বলছেন অনেকেই। শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। এর পাশাপাশি অনেক উপায় রয়েছে, নিজেকে স্বনির্ভর করে তোলার। সেরকমই একটি দিক হল ফুল ও ফলের নার্সারি।
বাড়িতে অল্প পরিমাণ জমি কিংবা বাড়ির ছাদে ফুল ফলের নার্সারীর মাধ্যমেই মাসে হাজার হাজার টাকা রোজগার করা যায়। বর্তমানে বাড়ির বারান্দা কিংবা বাড়ির সামনে ফুল ফলের গাছ লাগান না এমন একটা ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। ফলে বছরের প্রতিটি সময়ই বাজারে বিভিন্ন ফুলফলের চারা গাছের চাহিদা ভালই! ফলে বিভিন্ন গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বর্তমান সময়ে অনেকেই আছেন গাছের পরিচর্যা করে থাকেন। সঠিকভাবে গাছের কলম তৈরির মাধ্যমে উপার্জনের পথ খুলে যায়।
advertisement
advertisement
নন্দকুমার কোলসর এলাকার নার্সারি ব্যবসায়ী স্বপন কুমার প্রধান জানান। বর্তমান সময়ে নার্সারি অনেকটাই লাভজনক ব্যবসা। বিশেষ করে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ফুল ও ফল গাছের নার্সারি অত্যন্ত লাভজনক। বাড়ির ছাদ বা বাড়ির আশে পাশে এক টুকরো জমি থাকলে এই নার্সারির মাধ্যমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা একজন রোজগার করতে পারবে।
advertisement
শুধু তাই নয়, ঘরে নার্সারি না করেও ফুল ফলের গাছ অনলাইনে বিক্রির মাধ্যমেও টাকা রোজগার করা যায়। ফলে যারা গাছপালা পরিচর্যা করতে ভালোবাসেন, তাদের কাছে এই গাছ পালাই একটি রোজকারের মাধ্যম। বেকারত্ব ঘোচাতে নার্সারি অত্যন্ত লাভজনক।
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
East Medinipur News: বাড়ির ছাদ কিংবা আশপাশে কম জমিতে এই কাজের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement