Share Market Latest News: শেয়ার মার্কেটে লিস্টিং ৫ কোম্পানির; দেখে নিন এক নজরে!

Last Updated:

Share market News|Bombay Stock Exchange|National Stock Exchange|Business: পাঁচটি সংস্থার নাম রয়েছে যা শেয়ার বাজারের অন্তর্গত ৷ ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সপ্তাহে প্রায় ৫টি কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং করাবে।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: দালাল স্ট্রিটে বিগত কয়েকদিন ধরেই বেশ কিছুটা ওঠানামা লেগে রয়েছে। কারণ বেশ কয়েকটি কোম্পানি তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও (IPO) জারি করছে এবং পরে তাদের কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং করাচ্ছে। ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সপ্তাহে প্রায় ৫টি কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং করাবে। এই পাঁচটি কোম্পানি হল ম্যাপমাইইন্ডিয়া (MapMyIndia), শ্রীরাম প্রপার্টিজ (Shriram Properties), মেট্রো ব্র্যান্ড (Metro Brands), মেডপ্লাস (MedPlus), ডেটা প্যাটার্নস (Data Patterns)।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ৫ টি কোম্পানি ছাড়াও অন্যান্য ৩টি কোম্পানির আইপিও খুলতে পারে ২০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে। এই ৩টি কোম্পানি হল ভিভো কোলাবরেশন সলিউশন (Vivo Collaboration Solutions), সিএমএস ইনফো সিস্টেম (CMS Info Systems), ব্র্যান্ডবাকেট মিডিয়া অ্যান্ড টেকনোলজি (Brandbucket Media & Technology)।
advertisement
advertisement
ম্যাপ মাই ইন্ডিয়া
লোকেশন এবং নেভিগেশন সার্ভিস প্রদান করা কোম্পানি ম্যাপমাইইন্ডিয়াকে অপারেট করা কোম্পানি সিই ইনফো সিস্টেম এর আইপিও ডিসেম্বর মাসের ৯ তারিখে খুলেছিল এবং ১৩ ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল। সেই আইপিওতে খুব ভালো রেসপন্স দেখা গিয়েছিল। কোম্পানি প্রায় ১৫৫ গুণ সাবস্ক্রাইব পেয়েছিল। ২২ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার মার্কেটে লিস্টিং হবে।
advertisement
শ্রীরাম প্রপার্টিজ
বেঙ্গালুরুর রিয়েল এস্টেট কোম্পানি শ্রীরাম প্রপার্টিজের আইপিও ডিসেম্বর মাসের ৮ তারিখে খুলেছিল এবং ১০ ডিসেম্বর বন্ধ হয়েছিল। এই কোম্পানি প্রায় ৪.৬ গুণ সাবস্ক্রাইব পেয়েছিল। ২০ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার মার্কেটে লিস্টিং হবে।
advertisement
 
মেট্রো ব্র্যান্ড
জুতো-চপ্পলের খুচরো বিক্রেতা মেট্রো ব্র্যান্ডের আইপিও ডিসেম্বর মাসের ১০ তারিখে খুলেছিল এবং ১৪ ডিসেম্বর মাসে বন্ধ হয়েছিল। এই কোম্পানি প্রায় ৩.৬৪ গুণ সাবস্ক্রাইব পেয়েছিল। ২২ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার মার্কেটে লিস্টিং হবে।
মেডপ্লাস
ভারতের দ্বিতীয় বৃহত্তম ফার্মেসি রিটেলার ও ফার্মেসি রিটেল চেন মেডপ্লাস হেলথ সার্ভিসেস লিমিটেডের আইপিও ডিসেম্বর মাসের ১৩ তারিখে খুলেছিল এবং ১৫ ডিসেম্বর বন্ধ হয়েছিল। এই কোম্পানি প্রায় ৫২.৬ গুন সাবস্ক্রাইব পেয়েছিল। ২৩ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার মার্কেটে লিস্টিং হবে।
advertisement
ডেটা প্যাটার্নস
ডিফেন্স এবং এয়ারস্পেস সেক্টরের জন্য ইলেকট্রনিক সিস্টেম সরবরাহ করা ডেটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেডের আইপিও ডিসেম্বর মাসের ১৪ তারিখে খুলেছিল এবং বন্ধ হয়েছিল ১৬ ডিসেম্বর। এই কোম্পানি প্রায় ১১৯ গুণ সাবস্ক্রাইব পেয়েছিল। ২৪ ডিসেম্বর এই কোম্পানির শেয়ার মার্কেটে লিস্টিং হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Latest News: শেয়ার মার্কেটে লিস্টিং ৫ কোম্পানির; দেখে নিন এক নজরে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement