Tesla Car Price in India: ভারতে কত পড়বে ইলন মাস্কের টেসলার গাড়ির দাম, আমেরিকার তুলনায় কতটা বেশি? দামের ফারাক শুনলে চমকে যাবেন

Last Updated:
News18
News18
ভারতে পা রাখছে টেসলা৷ ইতিমধ্যেই মুম্বাইতে নিজেদের প্রথম শোরুমেরও উদ্বোধন করেছে ইলন মাস্ক-এর সংস্থা৷ ভারতে বিক্রির জন্য টেসলার ইভি গাড়ির বুকিং শুরু হলেও সেপ্টেম্বর মাসের পর থেকেই গাড়ির ডেলিভারি দিতে শুরু করবে সংস্থা৷ এবার দেখে নেওয়া যাক ভারতের বাজারে টেসলার ইভি গাড়ি কিনতে গেলে দাম কেমন পড়বে৷
এখনও পর্যন্ত যা খবর, আমেরিকায় টেসলার একটি গাড়ির যা দাম পড়ে, ভারতে তার দ্বিগুন দাম দিতে হবে৷ শুধু তাই নয়, ভারতের এক একটি শহরে গাড়ির দাম হবে এক এক রকম৷ আপাতত ভারতের তিনটি শহরে টেসলার গাড়ির রেজিস্ট্রেশন করানো যাচ্ছে৷ সেগুলি হল দিল্লি, মুম্বাই এবং গুরুগ্রাম৷ এর মধ্যে গাড়ির দাম সবথেকে বেশি হবে গুরুগ্রামে৷
advertisement
যেমন টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম গুরুগ্রামে পড়বে ৬৬ লক্ষ ৭৬ হাজার ৮৩১ টাকা৷ এই মডেলটিরই লং রেঞ্জ ভার্সন নিতে গেলে গুরুগ্রামে দাম পড়বে ৭৫ লক্ষ ৬১ হাজার ২১ টাকা৷ দুটি মডেলের ক্ষেত্রেই জিএসটি এবং রোড ট্যাক্স ধরা রয়েছে৷
advertisement
কিন্তু এই দুটি মডেলের দামই মুম্বাই এবং দিল্লিতে অনেকটা কম পড়বে৷ কারণ এই দুই শহরেই ইভি গাড়ি কেনায় উৎসাহ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ছাড় এবং সুবিধা দেওয়া হয়৷ ইভি গাড়ির রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন খরচও এই দুই শহরে অনেকটা কম৷ কিন্তু গুরুগ্রামে সেই সুবিধে নেই৷ যে কারণে দামের ফারাক অনেকটা হয়ে যাচ্ছে৷
advertisement
দেখা যাচ্ছে গুরুগ্রামে মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম পড়ছে ৬১ লক্ষ ৬ হাজার টাকা মতো৷ যা গুরুগ্রামের তুলনায় প্রায় ৭ লক্ষ টাকা কম৷ লং রেঞ্জ মডেলটির ক্ষেত্রেও গুরুগ্রামের তুলনায় দিল্লির দামের ফারাক প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মতো৷ মুম্বাইতেও এই টেসলার এই দুটি মডেলের গাড়ির দামই কমবেশি দিল্লির মতোই পড়বে৷
advertisement
গুরুগ্রামে যেখানে টেসলার কম দামি মডেলটি কিনতে গেলেও ৩ লক্ষ ৩০ হাজার টাকা রোড ট্যাক্স দিতে হবে, সেখানে দিল্লি এবং মুম্বাইয়ে তা মাত্র ৭৫০০ টাকা৷
টেসলার গাড়ি অনলাইনে বুক করতে গেলে প্রথমে ২২,২২০ টাকা দিতে হবে৷ এর পর সাত দিনের মধ্যে আরও ৩ লক্ষ টাকা দিতে হবে৷ এই টাকা পুরোটাই অফেরতযোগ্য অগ্রিম হিসেবে নেবে সংস্থা৷
advertisement
মজার বিষয় হল, টেসলার কম দামি যে ওয়াই মডেলটির দাম ভারতে ৬১ লক্ষ টাকার বেশি পড়ছে, সেটিরই এই মুহূর্তে দাম ৩৭,৪৯০ মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় যা ৩২ লক্ষ টাকা মতো৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tesla Car Price in India: ভারতে কত পড়বে ইলন মাস্কের টেসলার গাড়ির দাম, আমেরিকার তুলনায় কতটা বেশি? দামের ফারাক শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement