Tesla Car Price in India: ভারতে কত পড়বে ইলন মাস্কের টেসলার গাড়ির দাম, আমেরিকার তুলনায় কতটা বেশি? দামের ফারাক শুনলে চমকে যাবেন

Last Updated:
News18
News18
ভারতে পা রাখছে টেসলা৷ ইতিমধ্যেই মুম্বাইতে নিজেদের প্রথম শোরুমেরও উদ্বোধন করেছে ইলন মাস্ক-এর সংস্থা৷ ভারতে বিক্রির জন্য টেসলার ইভি গাড়ির বুকিং শুরু হলেও সেপ্টেম্বর মাসের পর থেকেই গাড়ির ডেলিভারি দিতে শুরু করবে সংস্থা৷ এবার দেখে নেওয়া যাক ভারতের বাজারে টেসলার ইভি গাড়ি কিনতে গেলে দাম কেমন পড়বে৷
এখনও পর্যন্ত যা খবর, আমেরিকায় টেসলার একটি গাড়ির যা দাম পড়ে, ভারতে তার দ্বিগুন দাম দিতে হবে৷ শুধু তাই নয়, ভারতের এক একটি শহরে গাড়ির দাম হবে এক এক রকম৷ আপাতত ভারতের তিনটি শহরে টেসলার গাড়ির রেজিস্ট্রেশন করানো যাচ্ছে৷ সেগুলি হল দিল্লি, মুম্বাই এবং গুরুগ্রাম৷ এর মধ্যে গাড়ির দাম সবথেকে বেশি হবে গুরুগ্রামে৷
advertisement
যেমন টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম গুরুগ্রামে পড়বে ৬৬ লক্ষ ৭৬ হাজার ৮৩১ টাকা৷ এই মডেলটিরই লং রেঞ্জ ভার্সন নিতে গেলে গুরুগ্রামে দাম পড়বে ৭৫ লক্ষ ৬১ হাজার ২১ টাকা৷ দুটি মডেলের ক্ষেত্রেই জিএসটি এবং রোড ট্যাক্স ধরা রয়েছে৷
advertisement
কিন্তু এই দুটি মডেলের দামই মুম্বাই এবং দিল্লিতে অনেকটা কম পড়বে৷ কারণ এই দুই শহরেই ইভি গাড়ি কেনায় উৎসাহ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ছাড় এবং সুবিধা দেওয়া হয়৷ ইভি গাড়ির রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন খরচও এই দুই শহরে অনেকটা কম৷ কিন্তু গুরুগ্রামে সেই সুবিধে নেই৷ যে কারণে দামের ফারাক অনেকটা হয়ে যাচ্ছে৷
advertisement
দেখা যাচ্ছে গুরুগ্রামে মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম পড়ছে ৬১ লক্ষ ৬ হাজার টাকা মতো৷ যা গুরুগ্রামের তুলনায় প্রায় ৭ লক্ষ টাকা কম৷ লং রেঞ্জ মডেলটির ক্ষেত্রেও গুরুগ্রামের তুলনায় দিল্লির দামের ফারাক প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার মতো৷ মুম্বাইতেও এই টেসলার এই দুটি মডেলের গাড়ির দামই কমবেশি দিল্লির মতোই পড়বে৷
advertisement
গুরুগ্রামে যেখানে টেসলার কম দামি মডেলটি কিনতে গেলেও ৩ লক্ষ ৩০ হাজার টাকা রোড ট্যাক্স দিতে হবে, সেখানে দিল্লি এবং মুম্বাইয়ে তা মাত্র ৭৫০০ টাকা৷
টেসলার গাড়ি অনলাইনে বুক করতে গেলে প্রথমে ২২,২২০ টাকা দিতে হবে৷ এর পর সাত দিনের মধ্যে আরও ৩ লক্ষ টাকা দিতে হবে৷ এই টাকা পুরোটাই অফেরতযোগ্য অগ্রিম হিসেবে নেবে সংস্থা৷
advertisement
মজার বিষয় হল, টেসলার কম দামি যে ওয়াই মডেলটির দাম ভারতে ৬১ লক্ষ টাকার বেশি পড়ছে, সেটিরই এই মুহূর্তে দাম ৩৭,৪৯০ মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় যা ৩২ লক্ষ টাকা মতো৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tesla Car Price in India: ভারতে কত পড়বে ইলন মাস্কের টেসলার গাড়ির দাম, আমেরিকার তুলনায় কতটা বেশি? দামের ফারাক শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement