PayU: অনলাইন লেনদেন এবার হবে আরও আধুনিক! নতুন সুযোগ দেবে পেইউ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
BPSP –এ এমন বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে যা ব্যবসায়ীদের খরচ কমাতে সাহায্য করবে।
কলকাতা: এবার ভারতের অন্যতম অনলাইন পেমেন্ট সলিউশন প্রোভাইডার PayU নিয়ে এল এক বিশেষ পেমেন্ট সলিউশন— Business Payment Solution Provider (BPSP)। এর সঙ্গে থাকছে PayU-এর কৌশলগত অংশীদার Visa এবং Yes Bank।
BPSP –এ এমন বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে যা ব্যবসায়ীদের খরচ কমাতে সাহায্য করবে। কমার্শিয়াল কার্ড প্রদানকারী ব্যাঙ্কের তরফে দেওয়া ক্রেডিট লাইনের উপর ভিত্তি করে অর্থের জোগান বাড়াতে সাহায্য করবে। এর সাহায্যে ডিজিটাল পেমেন্ট যেমন সম্ভব তেমনই কার্ড পেমেন্টও সম্ভব। এতে একদিকে যেমন নিরাপদ লেনদেন করা সম্ভব তেমনই খুব আধুনিক ভাবে দক্ষতার সঙ্গেও লেনদেন করা যাবে।
advertisement
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে BPSP ডিজিটাল পেমেন্টের সহজ ব্যবস্থা করে দিতে পারে। ফলে ক্রেডিট অ্যাকসেস করা সহজ হবে।
advertisement
BPSP সলিউশন যেকোনও বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি কর্পোরেট ট্রাভেল এজেন্টদের জন্য খুব ভাল বিকল্প হতে পারে। বৃহত্তম এয়ারলাইন পরিষেবা প্রদানকারী কোনও সংস্থা যদি চায় এটি ব্যবহার করে CTA প্রোগ্রামের মাধ্যমে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য কর্পোরেট বুকিং করতে পারে অনেক সহজে।
advertisement

এছাড়াও সংস্থার তরফে একটি পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। BPSP-এর মধ্যে এটি বিক্রেতাদের পেমেন্ট ডিজিটাইজ করতে সাহায্য করবে। চালান প্রক্রিয়াকরণের খরচ কমিয়ে দিতে পারে। তার উপর, এটি জালিয়াতি বা তথ্য ফাঁস নিয়ন্ত্রণে সাহায্যও করে।
advertisement
PayUpayments-এর চিফ অপরেটিং অফিসার মোহিত গোপাল বলেন, Visa এবং Yes Bank-এর সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে। BPSP এমন এক অভিনব উদ্যোগ, যা কার্ডধারী ব্যবসায়ী এবং কার্ড গ্রহণ করেননি এমন সরবরাহকারীর মধ্যে ব্যবধান ঘুচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি দাবি করেন, BPSP ব্যবসার জন্য সম্পূর্ণ মূল্য শৃঙ্খলকে ডিজিটাইজ করবে, বিশেষ করে ছোট SMB, যাদের প্রায়ই অর্থপ্রদানের ডিজিটাইজেশন বা ডিজিটাইজ করার জন্য সম্পদের অভাব হয়৷
advertisement
প্রসঙ্গত বলে রাখা ভাল, PayU, ভারতের অন্যতম একটি অনলাইন পেমেন্ট সলিউশন সংস্থা, যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অধীনে কাজ করে। PayU India প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের (ব্যবসায়ী, ব্যাঙ্ক এবং ভোক্তাদের) সমস্ত আর্থিক চাহিদাগুলি পূরণ করার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে কাজ করছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 9:12 AM IST