Go First: বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Go First seeks short-term funding: নগদ সঙ্কটে ভোগা এয়ারলাইনটি দ্রুত তহবিলের জন্য দুর্দশাগ্রস্ত ঋণ তহবিল এবং সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করছে।
কলকাতা: সম্প্রতি গো ফার্স্ট-কে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে ডিজিসিএ। এবার অপারেশন শুরু করার জন্য তারা শর্ট টার্ম প্রায়োরিটি ফান্ডিং তুলতে অর্থদাতাদের কাছে যাচ্ছে বলে জানা গিয়েছে। নগদ সঙ্কটে ভোগা এয়ারলাইনটি দ্রুত তহবিলের জন্য দুর্দশাগ্রস্ত ঋণ তহবিল এবং সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করছে।
অপারেশনাল কারণে ২৫ জুলাই পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করে গো ফার্স্ট। রবিবার ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে এ খবর জানায় তারা। পাশাপাশি অবিলম্বে এই সমস্যার সমাধান এবং অপারেশন পুনরজ্জীবিত করার উদ্দেশ্যে আবেদনও জমা দিয়েছে বিমান সংস্থাটি।
advertisement
advertisement
গো ফার্স্টের তরফে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অপারেশনাল কারণে ২৫ জুলাই, ২০২৩ পর্যন্ত নির্ধারিত গো ফার্স্ট ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’
অন্য একটি ট্যুইটে তারা আরও জানায়, ‘‘সংস্থা অবিলম্বে সমাধান এবং অপারেশন পুনরজ্জীবিত করার জন্য আবেদন জানিয়েছে। আমরা শীঘ্রই ফের বুকিং শুরু করব। ধৈর্য সহকারে অপেক্ষার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’’
advertisement
২ মে গো ফার্স্ট প্রথমবার তাদের উড়ান বাতিল করেছিল। শুধু তাই নয়, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের কাছে নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা। মার্কিন ভিত্তিক ইঞ্জিন প্রস্তুতকারক, প্র্যাট অ্যান্ড হুইটনির বিরুদ্ধে বিলম্বের অভিযোগ তুলেছে বিমান সংস্থাটি।
advertisement
ডিজিসিএ সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, দিল্লি হাইকোর্ট এবং এনসিএলটি-র কাছে মুলতুবি থাকা ‘রিট পিটিশন/আবেদনের ফলাফলের সাপেক্ষে’ তারা গো ফার্স্টের পুনরজ্জীবনের পরিকল্পনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, গো ফার্স্টকে অপারেটর সার্টিফিকেট রাখার জন্য প্রযোজ্য সমস্ত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। নিশ্চিত করতে হবে ফিটনেস।
ডিজিসিএ বলেছে, রেজোলিউশন প্রফেশনাল প্রস্তাবিত ফ্লাইট সময়সূচি জমা দিতে হবে, যা উপযোগী বিমান, যোগ্য পাইলট, কেবিন ক্রু, এএমই, ফ্লাইট প্রেরক ইত্যাদির পরিপ্রেক্ষিতে উপলব্ধ সংস্থানগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 1:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Go First: বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?