ITR Verification: ভাববেন না হাতে অঢেল সময়, ৩০ দিনের মধ্যে আইটিআর ভেরিফাই না করলে পড়তে পারেন বিরাট অসুবিধায়

Last Updated:

ITR Verification: CBDT-র তরফে জানানো হয়েছে যে, এই নতুন নিয়মটি ১ অগাস্ট ২০২২ থেকে কার্যকর হবে।

#কলকাতা: আয়কর আইনে করা হয়েছে পরিবর্তন। এখন করদাতাদের আয়ের রিটার্ন দাখিল করার ৩০ দিনের মধ্যে তাঁদের আয়কর রিটার্ন ইলেকট্রনিকভাবে যাচাই বা ই-ভেরিফাই করতে হবে। আগে সময়সীমা ছিল ১২০ দিন। ২৯ জুলাই ২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে, সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT) আয়কর যাচাইয়ের সময়সীমাকে বৈদ্যুতিকভাবে আয়ের রিটার্নের ডেটা প্রেরণ বা আপলোড করার তারিখ থেকে ৩০ দিনে কমিয়েছে। CBDT-র তরফে জানানো হয়েছে যে, এই নতুন নিয়মটি ১ অগাস্ট ২০২২ থেকে কার্যকর হবে।
আয়কর বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে যে, “এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার তারিখে বা তার পরে রিটার্ন ডেটার যে কোনও বৈদ্যুতিন লেনদেনের ক্ষেত্রে, ই-ভেরিফিকেশন বা আইটিআর-ভি জমা দেওয়ার সময়সীমা এখন ৩০ দিন হবে। কারণ এখন ইলেকট্রনিকভাবে আয়ের রিটার্নের ডেটা আপলোড করা হচ্ছে।" সুতরাং এখন থেকে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার ৩০ দিনের মধ্যে ভেরিফাই করতে হবে। আগে যা ১২০ দিনে করা যেত।
advertisement
advertisement
যে করদাতারা ১ অগাস্টের আগে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাঁদের আইটিআর ফর্মগুলি ই-ভেরিফাই করার জন্য আগের মতোই ১২০ দিনে সময়সীমা পাবেন। "এটি স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার তারিখের আগে রিটার্ন ডেটা বৈদ্যুতিনভাবে প্রেরণ করা হয়ে থাকলে, সেখানে ১২০ দিনের আগের সময়সীমা পাওয়া যাবে।" CBDT-র তরফে জানানো হয়েছে যে এই ক্ষেত্রে ৩০ দিনের বদলে তাঁরা ১২০ দিনের সময় পাবেন।
advertisement
ই-ভেরিফিকেশনের সময়সীমা মিস করলে করদাতাদের ফাইন দিতে হবে -
করদাতাদের রিটার্ন দাখিল করার পর তাঁদের তা ই-ভেরিফাই করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়াটি অসম্পূর্ণ থাকে যদি না ব্যক্তিরা আইটিআর ফর্মগুলি ই-ভেরিফাই করেন।
বিজ্ঞপ্তিতে আয়কর বিভাগ উল্লেখ করেছে, “যেখানে আইটিআর ডেটা ইলেকট্রনিকভাবে ট্রান্সমিট করা হয় এবং ডেটা ট্রান্সমিশনের ৩০ দিনের মধ্যে ই-ভেরিফাইড/এলটিআর-ভি জমা দেওয়া হয়- সেক্ষেত্রে ইলেকট্রনিকভাবে ডেটা ট্রান্সমিট করার তারিখ হিসেবে বিবেচনা করা হবে আয়কর রিটার্ন জমা করার তারিখটিকেই।"
advertisement
এছাড়া জানানো হয়েছে যে, “যেখানে আইটিআর ডেটা ইলেকট্রনিকভাবে প্রেরণ করা হয় কিন্তু ই-ভেরিফাইড বা আইটিআর-ভি (i) ডেটা ট্রান্সমিশনের ৩০ দিনের সময়সীমা অতিক্রম করে জমা দেওয়া হয়, এই ধরনের ক্ষেত্রে ই-ভেরিফিকেশন/আইটিআর-ভি জমা দেওয়ার তারিখ ডেটা ট্রান্সমিট করার তারিখ হিসাবে বিবেচিত হবে।"
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Verification: ভাববেন না হাতে অঢেল সময়, ৩০ দিনের মধ্যে আইটিআর ভেরিফাই না করলে পড়তে পারেন বিরাট অসুবিধায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement