Small Savings Scheme: স্মল সেভিংস স্কিম হিসেবে অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম; অবশ্যই জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Small Savings Scheme: ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য স্মল সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
#নয়াদিল্লি: সম্প্রতি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)-সহ বেশ কয়েকটি স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করেছে সরকার। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য স্মল সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্মল সেভিংস স্কিমগুলির সুদের হার অনেক বেশি।
বিশেষ করে বয়স্কদের জন্য তৈরি করা একটি বিশেষ সঞ্চয় প্রকল্প হল সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম। এই স্কিমটি ৬০ বছর বা তার বেশি বয়সী ভারতীয়দের জন্য তৈরি করা হয়েছে। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি এবং গ্রাহককে ভারতীয় হতে হবে। যাঁরা ভিআরএস (VRS) নিয়ে নিজেদের পরিষেবা থেকে অবসর নিয়েছেন, তাঁরাও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমের বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ।
advertisement
advertisement
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের (SCSS) বৈশিষ্ট্যগুলি কী কী?
advertisement
advertisement
এই স্কিমের পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক:
পোস্ট অফিস ছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-সহ আরও অনেক ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম-এর পরিষেবা প্রদান করে থাকে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 6:50 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Small Savings Scheme: স্মল সেভিংস স্কিম হিসেবে অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম; অবশ্যই জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য!