ইস্তফা সাইরাসের, টাটার ইন্টেরিম চেয়ারম্যান পদে রতন টাটা
Last Updated:
ফের টাটা চেয়ারম্যানের পদে ফিরছেন রতন টাটা। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রীকে।
#মুম্বই: ফের টাটা চেয়ারম্যানের পদে ফিরছেন রতন টাটা। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রীকে। সোমবার এই শিল্প গোষ্ঠীর পরিচালন পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্তের পর পদত্যাগ করেন সাইরাস মিস্ত্রী।
অপসারিত সাইরাস -গত ৪ বছরে সংস্থার মোট আয় ক্রমশ কমেছে -২০১৫-১৬ সালে মোট ব্যবসা ১০৩ বিলিয়ন ডলারের -২০১৪-১৫ সালে তা ছিল ১০৮. ২ বিলিয়ন ডলার -সংস্থার অভ্যন্তরীণ ঋণও গত ৪ বছর ৪.৫ বিলিয়ন ডলার বেড়েছে -ডিভিডেন্ট দিতে পারেনি টাটাদের ৩টি সংস্থা -টাটা স্টিলের জন্য লগ্নিকারী ও ক্রেতা খুঁজতে ব্যর্থতা -হোটেল ও শক্তি সম্পদ ব্যবসায় হতাশাজনক ফল - পরিচলন ও সম্প্রসারণ নীতি রূপায়ণে ব্যর্থতা
advertisement
২০১২ সালের ডিসেম্বর টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন রতন টাটা। তখন থেকে গত চার বছর তিনি ছিলেন এই গোষ্ঠীর এমারিটেসাস চেয়ারম্যান৷ আর এই শিল্প গোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সাইরাস।এবার তাঁর ইস্তফার পর টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ঠিক হয়েছে যে নতুন চেয়ারম্যান নির্বাচন না হওয়া পর্যন্ত আপাতত চার মাস টাটা গোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান পদ সামলাবেন রতন টাটা। তবে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যাতে রয়েছেন রতন টাটা, ভেনু শ্রীনিবাসন, অমিত চন্দ্র, রণেন সেন, লর্ড কুমার ভট্টাচার্জ প্রমুখ। এই কমিটি চার মাস পর নতুন চেয়ারম্যান বাছাই করবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2016 7:16 PM IST