সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আগামী ৬ জানুয়ারি থেকেই মামলার শুনানি শুরুর আর্জি জানিয়েছে সংস্থা ৷ গত ১৮ ডিসেম্বর ন্যাশনাল ল’ অ্যাপেলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) সংস্থার চেয়ারম্যান হিসাবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের নির্দেশ দেয়।
#মুম্বই: টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি টাটা সন্সের। আগামী ৬ জানুয়ারি থেকেই মামলার শুনানি শুরুর আর্জি জানিয়েছে সংস্থা ৷ গত ১৮ ডিসেম্বর ন্যাশনাল ল’ অ্যাপেলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) সংস্থার চেয়ারম্যান হিসাবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের নির্দেশ দেয়।
মিস্ত্রিকে সরিয়ে এন চন্দ্রশেখরনকে তাঁর জায়গায় নিয়োগের সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করা হয়। টাটা ও সাইরাস মিস্ত্রির বিরোধে সুপ্রিম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে টাটা সন্স ৷
পদ হারানোর পরে সাইরাস মিস্ত্রি আইনের দ্বারস্থ হন। আদালত এন চন্দ্রশেখরনকে সাইরাসের স্থলাভিষিক্ত করার পদক্ষেপকেও অবৈধ ঘোষণা করে। গত বছরের জুলাই মাসে এনসিএলটি সাইরাসের আবেদনকে নাকচ করে দিয়েছিল। এরপর তিনি এনসিএলএটি-র দ্বারস্থ হন।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2020 4:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স