সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স

Last Updated:

আগামী ৬ জানুয়ারি থেকেই মামলার শুনানি শুরুর আর্জি জানিয়েছে সংস্থা ৷ গত ১৮ ডিসেম্বর ন্যাশনাল ল’ অ্যাপেলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) সংস্থার চেয়ারম্যান হিসাবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের নির্দেশ দেয়।

#মুম্বই: টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি টাটা সন্সের। আগামী ৬ জানুয়ারি থেকেই মামলার শুনানি শুরুর আর্জি জানিয়েছে সংস্থা ৷ গত ১৮ ডিসেম্বর ন্যাশনাল ল’ অ্যাপেলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) সংস্থার চেয়ারম্যান হিসাবে সাইরাস মিস্ত্রিকে ফের নিয়োগের নির্দেশ দেয়।
মিস্ত্রিকে সরিয়ে এন চন্দ্রশেখরনকে তাঁর জায়গায় নিয়োগের সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করা হয়। টাটা ও সাইরাস মিস্ত্রির বিরোধে সুপ্রিম কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে টাটা সন্স ৷
পদ হারানোর পরে সাইরাস মিস্ত্রি আইনের দ্বারস্থ হন। আদালত এন চন্দ্রশেখরনকে সাইরাসের স্থলাভিষিক্ত করার পদক্ষেপকেও অবৈধ ঘোষণা করে। গত বছরের জুলাই মাসে এনসিএলটি সাইরাসের আবেদনকে নাকচ করে দিয়েছিল। এরপর তিনি এনসিএলএটি-র দ্বারস্থ হন।
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাইরাস মিস্ত্রিকে পুনর্বহালের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে টাটা সন্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement