Tata Group: ত্রাতা যখন টাটা! ফেসবুক, ট্যুইটারের ছাঁটাই হওয়া কর্মীদের সুখবর দিল জাগুয়ার-ল্যান্ড রোভার

Last Updated:

বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভারের মালিকানা রয়েছে টাটা গোষ্ঠীর হাতে৷

রতন টাটা৷ Photo-File
রতন টাটা৷ Photo-File
#কলকাতা: ফেসবুক এবং ট্যুইটার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য সুখবর দিল টাটাদের মালিকানাধীন সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার৷ সংস্থার পক্ষ থেকে ডানানো হয়েছে, মেটা অথবা ট্যুইটারের মতো সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করবে তারা৷ এই কর্মীদের ডিজিটাল এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের জন্য চাকরি দেওয়া হবে৷ ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্টেই এমন দাবি করা হয়েছে৷
ল্যান্ড রোভার যুক্তরাজ্য, আমেরিকা, আয়ারল্যান্ড, ভারত, চিন এবং হাঙ্গেরিতে সবমিলিয়ে ৮০০ মানুষকে চাকরি দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,ট্যুইটার, ফেসবুকের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি থেকে ছাঁটাই হওয়া কর্মীদের অটোনমাস ড্রাইভিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সফটওয়্যারের মতো কাজে ব্যবহার করা হবে৷
advertisement
advertisement
আর্থিক মন্দার কারণে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই করছে৷ অন্যদিকে নিয়োগও সেভাবে করছে না৷ ফলে কাজ হারানো কর্মীরা নতুন করে চাকরি পেতে গিয়ে সমস্যায় পড়ছেন৷
ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা ইতিমধ্যেই ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে৷ যা সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে এখনও পর্যন্ত সবথেকে বড় কর্মী সংকোচন হতে চলেছে৷
advertisement
অন্য দিকে সংস্থার মালিকানা হাতে নিয়েই এলন মাস্কও জানিয়ে দিয়েছেন, ট্যুইটার থেকেও বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Group: ত্রাতা যখন টাটা! ফেসবুক, ট্যুইটারের ছাঁটাই হওয়া কর্মীদের সুখবর দিল জাগুয়ার-ল্যান্ড রোভার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement