Tata Group-এর এই শেয়ারের বিনিয়োগকারীরা হলেন মালামাল! এক বছরে ১ লক্ষ টাকা হয়ে গেল ১২ লক্ষ টাকা

Last Updated:

টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার গত বছর BSE-এ ৯ জুন ২০২০ থেকে ৩.৮২ টাকায় বন্ধ হয়েছিল ৷

#নয়াদিল্লি: আস্তে আস্তে শেয়ার মার্কেটের প্রতি মানুষের কৌতুহল বাড়ছে ৷ এর মূল কারণ হচ্ছে সম্প্রতি শেয়ার বাজারে বেশ ভাল রিটার্ন মিলছে ৷ গত এক বছরে বেশ কিছু ছোট ও মাঝারি সংস্থার শেয়ারের দাম হু হু করে বেড়েছে ৷ স্মল ক্যাপ ও মিড ক্যাপ শেয়ারের বিনিয়োগকারীরা কম সময়ে দুর্দান্ত রিটার্ন পেয়েছেন ৷ এরকমই একটি স্টকে মাত্র ১ বছরে বিনিয়োগকারীর ১ লক্ষ টাকা ১২.২৯ লক্ষ টাকায় বদলে গিয়েছে ৷ এটি হল টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড (Tata Teleservices Ltd) ৷ টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড এক বছরে শেয়ার হোল্ডারদের ১,১২৯ শতাংশ রিটার্ন দিয়েছে ৷টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার গত বছর BSE-এ ৯ জুন ২০২০ থেকে ৩.৮২ টাকায় বন্ধ হয়েছিল ৷
টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার গত বছর BSE-এ ৯ জুন ২০২০ থেকে ৩.৮২ টাকায় বন্ধ হয়েছিল ৷ এখন বর্তমানে এই শেয়ারের দাম ৪৬.৯৫ টাকা ৷ অর্থাৎ কেউ যদি এক বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আজ সেটা ১২.২৯ লক্ষ টাকায় বদলে গিয়েছে ৷ টাটা টেলিসার্ভিসেসের অংশদারিত্ব এই বছরের শুরুতে ৪৮৯ শতাংশ বেড়েছে এবং এক মাসে ১১৩ শতাংশ বেড়েছে ৷
advertisement
টাটা টেলিসার্ভিসেসের শেয়ার ৫দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজ থেকে বেশি ব্যবসা করছে ৷ সম্প্রতি টাটা গ্রুপের ফার্মের মার্কেট ক্যাপ পড়ে গিয়ে ৯১৭৮ কোটি টাকা হয়ে গিয়েছিল ৷ মার্চ ত্রৈমাসিকের শেষে প্রোমোটারদের কাছে ফার্মের ৭৪.৩৬ শতাংশ অংশীদারিত্ব
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Group-এর এই শেয়ারের বিনিয়োগকারীরা হলেন মালামাল! এক বছরে ১ লক্ষ টাকা হয়ে গেল ১২ লক্ষ টাকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement