'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজ বাঁচান,' ট্যুইটারে মোদি সরকারের নিন্দায় মালিয়া
Last Updated:
একের পর এক ট্যুইটে মালিয়া লিখেছেন, 'কিংফিশারকে বাঁচাতে আমি ৪ হাজার কোটি টাকা লগ্নি করেছিলাম৷ কোম্পানি ও কর্মীদের বাঁচাতেই ওই টাকা দিয়েছিলাম৷ কোনও কারণ ছাড়াই আমার নিন্দা করা হয়েছিল৷
#লন্ডন: আর্থিক ভাবে ভেঙে পড়া জেট এয়ারওয়েজ-কে যখন ঘুরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ১ হাজার ৫০০ কোটি টাকা মূলধনী ঋণ দিতে রাজি, তখন তাত্পর্যপূর্ণ ভাবে জেট এয়ারওয়েজ-কে বাঁচাতে এগিয়ে এলেন ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক শিল্পপতি বিজয় মালিয়া৷ একই সঙ্গে এনডিএ জমানায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির 'দ্বিচারিতা' করছে বলেও অভিযোগ মালিয়ার৷ তাঁর দাবি, কিং ফিশারকে বাঁচাতে কোনও উদ্যোগ নেয়নি মোদি সরকার৷
Happy to see that PSU Banks have bailed out Jet Airways saving jobs, connectivity and enterprise. Only wish the same was done for Kingfisher.
— Vijay Mallya (@TheVijayMallya) March 25, 2019
advertisement
একের পর এক ট্যুইটে মালিয়া লিখেছেন, 'কিংফিশারকে বাঁচাতে আমি ৪ হাজার কোটি টাকা লগ্নি করেছিলাম৷ কোম্পানি ও কর্মীদের বাঁচাতেই ওই টাকা দিয়েছিলাম৷ কোনও কারণ ছাড়াই আমার নিন্দা করা হয়েছিল৷ সেই একই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ভারতের সবচেয়ে ভালো এয়ারলাইনকে বাঁচাতে টাকা দিচ্ছে৷ এনডিএ সরকারের দ্বিচারিতা৷' যে বিজেপি কিংফিশারকে বাঁচাতে মনমোহন সিং প্রশাসনের উদ্যোগের তুমুল সমালোচনা করেছিল, সেই বিজেপি-ই আজ একই কাজ করছে নরেশ গয়ালের জেট এয়ারওয়েজ-কে বাঁচাতে৷
advertisement
BJP spokesman eloquently read out my letters to PM Manmohan Singh and alleged that PSU Banks under the UPA Government had wrongly supported Kingfisher Airlines. Media decimated me for writing to the current PM. I wonder what has changed now under the NDA Government. — Vijay Mallya (@TheVijayMallya) March 25, 2019
advertisement
এরপরই মালিয়ার ট্যুইট, 'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজকে বাঁচান৷ কেন ব্যাঙ্কগুলি আমার টাকা নিচ্ছে না?' মালিয়া এর আগে ট্যুইটারে বলেছিলেন, কিংফিশার কর্মীদের বকেয়া বেতন তিনি দিতে চান৷ এপ্রিল মাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজের ১৩টি আন্তর্জাতিক রুটের পরিষেবা ৷ দেশের মধ্যেও অন্তত ৭টি রুটে বিমানের সংখ্যা কমিয়ে দিয়েছে জেট ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লি ও মুম্বইয়ের পরিষেবা ৷ ফলে বাতিল হওয়া বিমানের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ ৷
advertisement
I invested over 4000 crores into Kingfisher Airlines to save the Company and its employees. Not recognised and instead slammed in every possible way. The same PSU Banks let India’s finest airline with the best employees and connectivity fail ruthlessly. Double standards under NDA
— Vijay Mallya (@TheVijayMallya) March 25, 2019
advertisement
এই আর্থিক সংকটের আগে প্রতিদিন জেট এয়ারওয়েজের ৬০০টি বিমান বিভিন্ন রুটে চলত। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১১৯টিতে। বর্তমানে দিল্লি থেকে আবু ধাবি, দামাম, ঢাকা, হংকং এবং রিয়াদে কোনও বিমান যাওয়া আসা করছে না। ৩০ এপ্রিল পর্যন্ত এমন অবস্থাই চলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। মোট ১১৯টি বিমানের মধ্যে ৪১টি এই মুহূর্তে দেশে চলছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ডিজিসিএ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 1:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজ বাঁচান,' ট্যুইটারে মোদি সরকারের নিন্দায় মালিয়া