'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজ বাঁচান,' ট্যুইটারে মোদি সরকারের নিন্দায় মালিয়া

Last Updated:

একের পর এক ট্যুইটে মালিয়া লিখেছেন, 'কিংফিশারকে বাঁচাতে আমি ৪ হাজার কোটি টাকা লগ্নি করেছিলাম৷ কোম্পানি ও কর্মীদের বাঁচাতেই ওই টাকা দিয়েছিলাম৷ কোনও কারণ ছাড়াই আমার নিন্দা করা হয়েছিল৷

#লন্ডন: আর্থিক ভাবে ভেঙে পড়া জেট এয়ারওয়েজ-কে যখন ঘুরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ১ হাজার ৫০০ কোটি টাকা মূলধনী ঋণ দিতে রাজি, তখন তাত্‍‌পর্যপূর্ণ ভাবে জেট এয়ারওয়েজ-কে বাঁচাতে এগিয়ে এলেন ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক শিল্পপতি বিজয় মালিয়া৷ একই সঙ্গে এনডিএ জমানায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির 'দ্বিচারিতা' করছে বলেও অভিযোগ মালিয়ার৷ তাঁর দাবি, কিং ফিশারকে বাঁচাতে কোনও উদ্যোগ নেয়নি মোদি সরকার৷
advertisement
একের পর এক ট্যুইটে মালিয়া লিখেছেন, 'কিংফিশারকে বাঁচাতে আমি ৪ হাজার কোটি টাকা লগ্নি করেছিলাম৷ কোম্পানি ও কর্মীদের বাঁচাতেই ওই টাকা দিয়েছিলাম৷ কোনও কারণ ছাড়াই আমার নিন্দা করা হয়েছিল৷ সেই একই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ভারতের সবচেয়ে ভালো এয়ারলাইনকে বাঁচাতে টাকা দিচ্ছে৷ এনডিএ সরকারের দ্বিচারিতা৷' যে বিজেপি কিংফিশারকে বাঁচাতে মনমোহন সিং প্রশাসনের উদ্যোগের তুমুল সমালোচনা করেছিল, সেই বিজেপি-ই আজ একই কাজ করছে নরেশ গয়ালের জেট এয়ারওয়েজ-কে বাঁচাতে৷
advertisement
advertisement
এরপরই মালিয়ার ট্যুইট, 'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজকে বাঁচান৷ কেন ব্যাঙ্কগুলি আমার টাকা নিচ্ছে না?' মালিয়া এর আগে ট্যুইটারে বলেছিলেন, কিংফিশার কর্মীদের বকেয়া বেতন তিনি দিতে চান৷ এপ্রিল মাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজের ১৩টি আন্তর্জাতিক রুটের পরিষেবা ৷ দেশের মধ্যেও অন্তত ৭টি রুটে বিমানের সংখ্যা কমিয়ে দিয়েছে জেট ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লি ও মুম্বইয়ের পরিষেবা ৷ ফলে বাতিল হওয়া বিমানের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ ৷
advertisement
advertisement
এই আর্থিক সংকটের আগে প্রতিদিন জেট এয়ারওয়েজের ৬০০টি বিমান বিভিন্ন রুটে চলত। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১১৯টিতে। বর্তমানে দিল্লি থেকে আবু ধাবি, দামাম, ঢাকা, হংকং এবং রিয়াদে কোনও বিমান যাওয়া আসা করছে না। ৩০ এপ্রিল পর্যন্ত এমন অবস্থাই চলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। মোট ১১৯টি বিমানের মধ্যে ৪১টি এই মুহূর্তে দেশে চলছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ডিজিসিএ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'আমার টাকা নিয়ে জেট এয়ারওয়েজ বাঁচান,' ট্যুইটারে মোদি সরকারের নিন্দায় মালিয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement