Sunflower Cultivation: রুক্ষ লাল মাটিতে কৃষকদের কামাল, পুরুলিয়ার মাটিতে হুড়মুড়িয়ে চাষ হচ্ছে সূর্যমুখী, টাকা রোজগারও দেদার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Sunflower Cultivation: রুক্ষ লালমাটির জেলাতে হচ্ছে সূর্যমুখী চাষ, কী বলছেন চাষিরা! বিকল্প চাষে জায়গা করে নিচ্ছে সূর্যমুখী ফুল , এই চাষে ঝুঁকছেন চাষিরা!
পুরুলিয়া : কৃষি ক্ষেত্রেও আর পিছিয়ে নেই জঙ্গলমহল পুরুলিয়া। রুক্ষ লাল মাটির জেলার কৃষকেরা নানাবিধ ফসল চাষ করছেন। এই রুক্ষ মাটিতেও এবার সফলভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। পুরুলিয়ার বরাবাজার থানার ভবানীপুর গ্রামে বেশ কয়েকজন চাষি সূর্যমুখী ফুল চাষ করছেন। আর এই চাষ করে যথেষ্টই ভালো সাড়া পেয়েছেন তারা। যদিও এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে এই চাষ সেভাবে বিস্তার লাভ করেনি এই জেলায়। তবুও বিকল্প চাষ হিসেবে অনেকেই সূর্যমুখী ফুল চাষ করছেন। এর মধ্যে দিয়েই বিকল্প রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন তারা।
এ বিষয়ে চাষিরা বলেন , তারা এখন অনেকেই সূর্যমুখী ফুল চাষের দিকে ঝুঁকছেন। এই চাষ লাভজনক চাষ। তবে বাণিজ্যিকভাবে এই চাষ এখনও তারা করছেন না। বেশিরভাগই তারা নিজেরাই ব্যবহার করছেন। তবে টিয়া পাখির উৎপাত অনেক বেশি রয়েছে। তাই বিগত বছরের তুলনায় এ-বছর চাষের পরিমাণ খানিকটা কম রয়েছে। জমিতে জাল বিছিয়ে সূর্যমুখী ফুল রক্ষা করছেন তারা। তবুও যেটুকু চাষ হচ্ছে তাতে মোটামুটি লাভবান হচ্ছেন তারা।
advertisement
advertisement
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে , বসন্ত বা বর্ষার মরশুমে সূর্যমুখী ফুল চাষ হয়ে থাকে। প্রতি বিঘায় প্রায় এক কেজি করে সূর্যমুখীর বীজ ব্যবহার করা হয়। বেলে-দোআঁশ মাটিতে এই চাষ বেশি ভালো হয়। এছাড়াও এঁটেল বালি মাটিতেও এই চাষ করা যেতে পারে।
advertisement
জেলার কৃষকদের মধ্যে সূর্যমুখী চাষ করার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এই চাষ করে খুশি চাষিরা। ব্যাপক হারে এই সূর্যমুখী চাষ করে অনেকেই বাজারে বিক্রি করছেন। আর যারা অল্প পরিমাণে চাষ করছেন তারা নিজেরাই নিত্য প্রয়োজনে ব্যবহার করছেন। রুক্ষ লাল মাটিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী। Input- Sharmistha Banerjee
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 11:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sunflower Cultivation: রুক্ষ লাল মাটিতে কৃষকদের কামাল, পুরুলিয়ার মাটিতে হুড়মুড়িয়ে চাষ হচ্ছে সূর্যমুখী, টাকা রোজগারও দেদার