Sunflower Cultivation: রুক্ষ লাল মাটিতে কৃষকদের কামাল, পুরুলিয়ার মাটিতে হুড়মুড়িয়ে চাষ হচ্ছে সূর্যমুখী, টাকা রোজগারও দেদার

Last Updated:

Sunflower Cultivation: রুক্ষ লালমাটির জেলাতে হচ্ছে সূর্যমুখী চাষ, কী বলছেন চাষিরা! বিকল্প চাষে জায়গা করে নিচ্ছে সূর্যমুখী ফুল , এই চাষে ঝুঁকছেন চাষিরা!

+
সূর্যমুখী

সূর্যমুখী চাষ

পুরুলিয়া : কৃষি ক্ষেত্রেও আর পিছিয়ে নেই জঙ্গলমহল পুরুলিয়া। রুক্ষ লাল মাটির জেলার কৃষকেরা নানাবিধ ফসল চাষ করছেন। এই রুক্ষ মাটিতেও এবার সফলভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। পুরুলিয়ার বরাবাজার থানার ভবানীপুর গ্রামে বেশ কয়েকজন চাষি সূর্যমুখী ফুল চাষ করছেন। আর এই চাষ করে যথেষ্টই ভালো সাড়া পেয়েছেন তারা। যদিও এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে এই চাষ সেভাবে বিস্তার লাভ করেনি এই জেলায়। তবুও বিকল্প চাষ হিসেবে অনেকেই সূর্যমুখী ফুল চাষ করছেন।‌ এর মধ্যে দিয়েই বিকল্প রোজগারের রাস্তা খুঁজে পাচ্ছেন তারা।
এ বিষয়ে চাষিরা বলেন , তারা এখন অনেকেই সূর্যমুখী ফুল চাষের দিকে ঝুঁকছেন। ‌ এই চাষ লাভজনক চাষ। তবে বাণিজ্যিকভাবে এই চাষ এখনও তারা করছেন না। ‌ বেশিরভাগই তারা নিজেরাই ব্যবহার করছেন। তবে টিয়া পাখির উৎপাত অনেক বেশি রয়েছে। তাই বিগত বছরের তুলনায় এ-বছর চাষের পরিমাণ খানিকটা কম রয়েছে। জমিতে জাল বিছিয়ে সূর্যমুখী ফুল রক্ষা করছেন তারা।‌ তবুও যেটুকু চাষ হচ্ছে তাতে মোটামুটি লাভবান হচ্ছেন তারা।
advertisement
advertisement
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে , বসন্ত বা বর্ষার মরশুমে সূর্যমুখী ফুল চাষ হয়ে থাকে। ‌ প্রতি বিঘায় প্রায় এক কেজি করে সূর্যমুখীর বীজ ব্যবহার করা হয়। বেলে-দোআঁশ মাটিতে এই চাষ বেশি ভালো হয়। এছাড়াও এঁটেল বালি মাটিতেও এই চাষ করা যেতে পারে।
advertisement
জেলার কৃষকদের মধ্যে সূর্যমুখী চাষ করার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। এই চাষ করে খুশি চাষিরা। ব্যাপক হারে এই সূর্যমুখী চাষ করে অনেকেই বাজারে বিক্রি করছেন। আর যারা অল্প পরিমাণে চাষ করছেন তারা নিজেরাই নিত্য প্রয়োজনে ব্যবহার করছেন। রুক্ষ লাল মাটিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী। Input- Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sunflower Cultivation: রুক্ষ লাল মাটিতে কৃষকদের কামাল, পুরুলিয়ার মাটিতে হুড়মুড়িয়ে চাষ হচ্ছে সূর্যমুখী, টাকা রোজগারও দেদার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement