Success Story: এক নিমেষেই বড়লোক ১৩ বছরের তরুণী, কারণ জানলে গর্বে বুক ভরে উঠবে

Last Updated:

Success Story: দাবা চ্যাম্পিয়নশিপে শুভী মোট ১১ রাউন্ডে ৯.৫ স্কোর করেছিলেন। এই খেলায় তিনি চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন এবং পুরস্কার হিসাবে তাঁকে নগদ ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

এক নিমেষেই বড়লোক ১৩ বছরের তরুণী
এক নিমেষেই বড়লোক ১৩ বছরের তরুণী
গুজরাতঃ ১৩ বছর বয়সে ১ লক্ষ টাকার মূল্য আমরা অনেকেই হয়তো জানতাম না। অনেকে হয়তো আবার বলবেন এত টাকা পেলে ওই বয়সের সাধগুলো পূরণ করতাম। স্কুল ছুটি নিয়ে ঘুরতে যেতাম, বা নিজেদের জন্য অনেক জামাকাপড় কিনতাম। আসলে এমনই হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গাজিয়াবাদের ১৩ বছরের শুভী গুপ্তার মনে। এই মূহূর্তে কয়েকবার শুভী জেলা ও দেশের হয়ে দাবা খেলে এই পরিমাণ অর্থ উপার্জন করেছেন। শুভী একজন পেশাদার দাবা খেলোয়াড় এবং জন্মসূত্রে বাবার হাত ধরে এই খেলায় প্রবেশ তাঁর।
সম্প্রতি, ২০ থেকে ২৮ সেপ্টেম্বর গুজরাতে অনূর্ধ্ব-১৯ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল। এই চ্যাম্পিয়নশিপে শুভী মোট ১১ রাউন্ডে ৯.৫ স্কোর করেছিলেন। এই খেলায় তিনি চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন এবং পুরস্কার হিসাবে তাঁকে নগদ ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তারপর থেকেই পরিবারে আনন্দের জোয়ার বইছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়ে শুভী জানিয়েছেন যে, ৭ বছর বয়স থেকে তিনি তাঁর বাবার সঙ্গে দাবা খেলছেন।
advertisement
advertisement
আসলে, তাঁর বাবা প্রদীপ গুপ্তা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার, ব্যক্তিগত সময়ে তিনি দাবা খেলতে পছন্দ করেন। ছোট থেকে বাবার সঙ্গে খেলতে খেলতেই শুভীর দাবার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং পরে তিনি দাবা ক্লাবে যোগ দেন। দাবা খেলার সম্পূর্ণ টেকনিক রপ্ত করার পর, শুভী ইন্টারস্কুল এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করেন এবং কিছু দিনের মধ্যেই শ্রীলঙ্কা কমনওয়েলথ যুব দাবা চ্যাম্পিয়নের শেষ পর্যায়ে পৌঁছে যান।
advertisement
শুভী অর্জুন এরিগাসি এবং বিশ্বনাথন আনন্দকে তাঁর রোল মডেল হিসাবে বেছে নিয়েছে। শুভীর স্বপ্ন দাবায় গ্র্যান্ড মাস্টার হওয়ার। মেয়ের এত সাফল্য পাওয়ার পরও স্পনসরশিপ নিয়ে গুরুতর চিন্তায় রয়েছেন বাবা। জেলার গৌরব বয়ে আনা এই কন্যা জেলা ক্রীড়া দফতর থেকে কোনও আর্থিক সহায়তা পাচ্ছেন না। তাই মেয়ের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য আশা করছেন বাবা।
advertisement
মাত্র ১৩ বছর বয়সে, শুভী গুপ্তা ২০২১ সালে অনুষ্ঠিত জাতীয় দাবা গার্লস অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক, ২০২১ সালের ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, জাতীয় সাব জুনিয়র সহ অনেক খেতাব জিতেছেন। দাবা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক, ২০২২ সালে ফিলিপাইন দ্বারা আয়োজিত এশিয়ান স্কুলস চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ১১-তে রৌপ্য পদক, ২০২২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক, ২০২২ সালে কর্নাটকে জাতীয় অনূর্ধ্ব ১২ গার্লস দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ২০২২ সালে কর্নাটকে জাতীয় অপেশাদার মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন শুভী।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: এক নিমেষেই বড়লোক ১৩ বছরের তরুণী, কারণ জানলে গর্বে বুক ভরে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement