আচমকা দরকার, মাত্র ১০ মিনিটে e-PAN পাবেন কী ভাবে? জেনে নিন ডাউনলোডের নিয়ম!

Last Updated:

কী ভাবে ধাপে ধাপে e-PAN আবেদন করা যাবে?

#কলকাতা: অতীতে সরকারি কোনও অফিস থেকে কোনও ডকুমেন্ট পেতে হলে অনেক সময় ব্যয় করেও সঠিক সময়ে সেই দস্তাবেজ পাওয়া যেত না। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়ায় অনেক সরলীকরণ করা হয়েছে। মাত্র ১০ মিনিটে ভেরিফায়েড প্যান (PAN) কার্ড পাওয়া সম্ভব। ভেরিফাই ইয়োর প্যান (Verify Your PAN) অপশনের মাধ্যমে মাত্র ১০ মিনিটে প্যান ভেরিফিকেশন করিয়ে তা ডাউনলোড করা সম্ভব।
কয়েকদিন আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইনকাম ট্যাক্স বিভাগের তরফে জানানো হয় PAN কার্ড আবেদন করা এখন আরও সহজ। যাঁদের আধারকার্ড আছে এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর রয়েছে তাঁরা মাত্র ১০ মিনিটে e-PAN কার্ড পেয়ে যাবেন। ওই e-PAN PDF ফর্ম্যাটে ডাউনলোড করা যাবে। এই প্রক্রিয়া অত্যন্ত সময়সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এখানে কোনও কাগজ বা প্ল্যাস্টিক ব্যবহার করা হবে না।
advertisement
কী ভাবে ধাপে ধাপে e-PAN আবেদন করা যাবে?
advertisement
স্টেপ ১- প্রথমে যে কোনও একটি ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে। এবং অ্যাড্রেসসবারে টাইপ করতে হবে- https://www.incometax.gov.in/iec/foportal/
স্টেপ ২- হোমপেজে e-PAN আবেদন করার জন্য একটি লিঙ্ক থাকবে। তার উপরে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- এর পর অন্য একটি লিঙ্কের উইন্ডো খুলবে। সেখানে লেখা থাকবে গেট নিউ e-PAN। সেখানে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৪- এর পর নতুন একটি পেজ খুলে যাবে। যেখানে আধার নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। এর পর রেজিস্টার করা ফোনে একটি OTP আসবে।
স্টেপ ৫- সেই OTP দিয়ে সাবমিট করতে হবে।
এর পর e-PAN কী ভাবে ডাউনলোড করতে হবে?
স্টেপ ১- হোমপেজে থাকা e-PAN ট্যাবে ফের ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ২- এর পর অন্য একটি ইউন্ডো খুলে যাবে। সেখানে চেক স্টেটাস এবং ডাউনলোড PAN অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- ক্লিক করার পর আধার নম্বর জানতে চাওয়া হবে। আধার নম্বর দেওয়ার পর তা মিলে গেলে ফোনে একটি OTP আসবে। OTP দেওয়ার পর PAN-এর স্টেটাস দেখা যাবে।
স্টেপ ৪- যদি PAN-এর স্টেটাস ঠিক থাকে এবং সেটি যদি তৈরি হয়ে যায় তাহলে আবেদনকারীরা তা ডাউনলোড করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আচমকা দরকার, মাত্র ১০ মিনিটে e-PAN পাবেন কী ভাবে? জেনে নিন ডাউনলোডের নিয়ম!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement