New Business Idea: গরমে মার যাবে না বোতলজাত জলের ব্যবসা! কীভাবে শুরু করবেন, কেমন আয় হবে?

Last Updated:

New Business Idea: মেট্রো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এই মিনারেল ওয়াটারের চাহিদা রয়েছে।

#নয়াদিল্লি: দেশে বিশুদ্ধ জলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবছরই বাড়ছে বোতলজাত জলের ব্যবসা। ভারতে বোতলজাত জলের ব্যবসা বার্ষিক ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ১ লিটার জলের বোতলের উপর বাজারের শেয়ার রয়েছে ৭৫ শতাংশ। যে কেউ খুব অল্প বিনিয়োগে এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। একদিকে যেমন ব্র্যান্ডেড কোম্পানিগুলো RO বা মিনারেল ওয়াটারের ব্যবসা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশীয় কোম্পানিগুলোও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। বর্তমানে বাজারে ১ টাকার পাউজ থেকে শুরু করে পাওয়া যাচ্ছে ২০ লিটারের ক্যানও। একই সঙ্গে বাড়ি বা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য এর চেয়ে বড় ক্যানের চাহিদা রয়েছে। মেট্রো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এই মিনারেল ওয়াটারের চাহিদা রয়েছে।
এবার প্রশ্ন হচ্ছে এই ব্যবসা শুরু করার জন্য কী করতে হবে? তাহলে জেনে নেওয়া যাক কীভাবে শুরু করতে হবে মিনারেল ওয়াটারের ব্যবসা। যদি কেউ মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করতে চান তাহলে এর জন্য একটি ওয়াটার প্ল্যান্ট স্থাপন করতে হবে। প্রথমে একটি উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। এরপর প্রশাসনের কাছ থেকে লাইসেন্স ও আইএসআই নম্বর নিতে হবে। একটি কোম্পানি গঠন করতে, কোম্পানি আইনের অধীনে ব্যবসা রেজিস্টার্ড করাতে হবে। সরকারের কাছ থেকে কোম্পানির প্যান নম্বর এবং জিএসটি নম্বর নিতে হবে, যা সর্বত্র কাজে লাগবে। এই ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়া যায়।
advertisement
advertisement
জলের এই ব্যবসার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। বোরিং, RO, চিলার মেশিন এবং ক্যান ইত্যাদি রাখার জন্য ১০০০ থেকে ১৫০০ বর্গফুট জায়গা প্রয়োজন। তবে শহরের কাছাকাছি এই জায়গাটি বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি প্রতি ঘণ্টায় ১০০০ লিটার উৎপাদন করে এমন একটি প্ল্যান্ট স্থাপন করা হয় তাহলে প্রতি মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় হতে পারে। জলের গুণমান এবং ডেলিভারি উন্নত হলে প্রচুর অর্থ উপার্জন করা যেতে পারে। গ্রাহক বাড়ার সঙ্গে আয়ও বৃদ্ধি পাবে। এছাড়া বর্তমানে অনেক কোম্পানি বাণিজ্যিক RO প্ল্যান্ট তৈরি করছে, যার দাম ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও, ২০ লিটারের কমপক্ষে ১০০টি ক্যান কিনতে হবে। এগুলোর জন্য মোট খরচ হবে ৪-৫ লাখ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: গরমে মার যাবে না বোতলজাত জলের ব্যবসা! কীভাবে শুরু করবেন, কেমন আয় হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement