চাহিদা তুঙ্গে, তাই থাকে বাম্পার আয়ের সুযোগও! ঘরে বসে এই ব্যবসা করে আপনিও লাভবান হতে পারেন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই ব্যবসাটি গ্রাম হোক কিংবা শহর - যে কোনও জায়গাতেই করা সম্ভব।
#কলকাতা: আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা চাকরি করার বিষয়ে চিন্তা-ভাবনা করেন। অনেকে আবার চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের কথা ভাবেন। যদি আমাদের পরিচিত কারওর এমন কিছু করার ইচ্ছে থাকে, তবে তাঁকে এই ধরনের আইডিয়া দেওয়া যেতে পারে। আসলে তাঁরা কিন্তু অনায়াসেই কার্ডবোর্ড বক্সের ব্যবসা করে প্রতি মাসে ৫ থেকে ১০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। এই ব্যবসাটি গ্রাম হোক কিংবা শহর - যে কোনও জায়গাতেই করা সম্ভব।
জিনিসপত্র বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হয় মোটা কভার বা আচ্ছাদন। সেটাই হল কার্ডবোর্ড। শুধু তা-ই নয়, বইয়ের উপরের পুরু কভারও তৈরি হয় কার্ডবোর্ড থেকেই। ফলে কার্ডবোর্ডের বাক্সের চাহিদা দিন দিন আরও বেড়েই চলেছে। বাড়িতে কিংবা বড় কোনও অফিসে কিংবা ব্যবসার ক্ষেত্রে জিনিসপত্র প্যাক করার জন্য এই কার্ডবোর্ডের প্রয়োজন পড়ে। ফলে বোঝাই যাচ্ছে, কার্ডবোর্ডের বাক্স বানানোর ব্যবসা কতটা মুনাফা দিতে পারে। তাই জেনে নেওয়া যাক এই ব্যবসার সাতসতেরো।
advertisement
advertisement
এই ব্যবসা করতে কত টাকা পুঁজির প্রয়োজন?
এই ব্যবসা শুরু করার জন্য আমাদের প্রথমে মোটা টাকা লাগাতে হবে। তার পর সেমি অটোমেটিক মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তবে নিশ্চিত থাকুন, ব্যবসা শুরু করার জন্য আমাদের কমপক্ষে ২০ লক্ষ টাকা খরচ করতে হতে পারে। একই সময়ে আমরা যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে চাই, তবে আমাদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে।
advertisement
কী কী প্রয়োজন?
এই ব্যবসা শুরু করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। কাঁচামাল তার মধ্যে অন্যতম। এই ব্যবসার মূল কাঁচামালের হল ক্রাফ্ট পেপার। এর বাজার মূল্য প্রতি কেজিতে প্রায় ৪০ টাকা। আমরা যত ভালো মানের ক্রাফ্ট পেপার ব্যবহার করব, তত ভালো মানের বাক্স তৈরি হবে। তা-ছাড়া এই ব্যবসা শুরু করতে আমাদের কাছে প্রায় ৫০০০ বর্গফুট জায়গা থাকতে হবে। এর জন্য প্রথমে একটি প্লান্ট বা কারখানা স্থাপন করতে হবে। এর পাশাপাশি মাল রাখার জন্য একটি গুদামেরও প্রয়োজন হবে।
advertisement
কেমন লাভ হবে?
কার্ডবোর্ডের বাক্স তৈরির ব্যবসার মাধ্যমে আমরা অনায়াসেই প্রতি মাসে ৫ থেকে ১০ লক্ষ টাকা আয় করতে পারি। এই ব্যবসার মাধ্যমে আমরা গ্রাম হোক কিংবা শহরের যে কোনও জায়গায় বসেই দুর্দান্ত ভাবে উপার্জন করতে পারি। তবে হ্যাঁ! মনে রাখতে হবে যে, যত ভালো মানের বাক্স তৈরি করা যাবে, আয়ও ধীরে ধীরে ততই বাড়তে থাকবে।
Location :
First Published :
August 08, 2022 5:36 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাহিদা তুঙ্গে, তাই থাকে বাম্পার আয়ের সুযোগও! ঘরে বসে এই ব্যবসা করে আপনিও লাভবান হতে পারেন!