২ লক্ষ টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা, পাবেন সরকারি সাহায্য, প্রতি মাসে আয় হবে ১ লক্ষ টাকা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Papad business Profit: আজ আপনাকে এমন একটা ব্যবসা করার কথা আমরা বলব, যা শুরু করার জন্য মাত্র ২ লক্ষ টাকার প্রয়োজন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটা আপনি সরকারি সাহায্যেও করতে পারবেন ৷
নয়াদিল্লি: করোনা অতিমারির জেরে সমস্যায় পড়েছেন অনেক মানুষই ৷ অনেকেই চাকরি হারিয়েছেন ৷ অনেকের আয় একেবারেই কমে গিয়েছে ৷ এর জন্য অনেকেই ছোট ছোট ব্যবসার দিকে ঝুঁকে ৷ কারণ আর যে কোনও উপায়ও নেই ৷ চাকরি যে প্রায় নেই বললেই চলে ৷ তাই নিজের ব্যবসা খোলার দিকেই বেশি ফোকাস সাধারণ মানুষের ৷ কীভাবে সাধ্যমতো বিনিয়োগ করে বেশি টাকা ব্যবসায় মুনাফা করা যায়, সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হল এই প্রতিবেদনে ৷
আজ আপনাকে এমন একটা ব্যবসা করার কথা আমরা বলব, যা শুরু করার জন্য মাত্র ২ লক্ষ টাকার প্রয়োজন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এটা আপনি সরকারি সাহায্যেও করতে পারবেন ৷ আর এর থেকে প্রতি মাসে মুনাফা হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত ৷
পাপড় তৈরি করার ব্যবসা শুরু করুন
advertisement
advertisement
যদি আপনার কাছে ২ লক্ষ টাকা থাকে, তাহলে আপনি এই টাকায় পাপড়ের ব্যবসা শুরু করতে পারেন ৷ যদি আপনার কাছে টাকার অভাব থাকে ৷ তাহলে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন (National Small Industry Corporation) একটি প্রজেক্ট নিয়ে এসেছে ৷ এর দ্বারা মুদ্রা লোনের মাধ্যমে ৪ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন ৷
advertisement
খরচ সবমিলিয়ে কত ?
রিপোর্ট অনুযায়ী ৬ লক্ষ টাকা সবমিলিয়ে বিনিয়োগ করলে প্রায় ৩০ হাজার কেজি ‘প্রডাকশন ক্যাপাসিটি’ আপনার হয়ে যাবে ৷ এর জন্য প্রয়োজন পড়বে ২৫০ বর্গমিটার জমির ৷ এই ব্যবসা শুরু করার জন্য আপনার মোট ৬.০৫ লক্ষ টাকার খরচ হবে (মোট খরচ ফিক্সড ক্যাপিটাল এবং ব্যাঙ্কিং ক্যাপিটাল) ৷ ফিক্সড ক্যাপিটালে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন এবং অন্যান্য জিনস কিনতে পারবেন ৷ সঙ্গে রয়েছে কর্মীদের ৩ মাসের মাইনে ৷ ৩ মাসের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং ইউটিলিটি প্রডাক্টের খরচ ৷ এ ছাড়া এর মধ্যে ইলেকট্রিক, জল , টেলিফোন বিলের মতো অন্যান্য খরচও ধরা হয়েছে ৷
advertisement
এই ব্যবসা শুরু করার জন্য গুরুত্বপূ্র্ণ তথ্য
এই ব্যবসার জন্য আপনার কাছে একটি জায়গা বা জমি থাকা প্রয়োজন ৷ যদি আপনার কাছে জায়গা না থাকে, তাহলে কোনও জায়গা ভাড়ায় নিতে পারেন ৷ যার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা বা তার বেশি দিতে হতে পারে ৷ লাগবে তিনজন আনস্কিল্ড শ্রমিক, ২ জন স্কিলড শ্রমিক এবং একজন সুপারভাইজার ৷ এদের সবার বেতন বাবদ ২৫ হাজার টাকা খরচ হবে ৷ যা ব্যাঙ্কিং ক্যাপিটালের অন্তর্ভূক্ত ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2021 10:12 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ লক্ষ টাকা খরচ করে শুরু করুন এই ব্যবসা, পাবেন সরকারি সাহায্য, প্রতি মাসে আয় হবে ১ লক্ষ টাকা !