Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ৪ লক্ষ টাকা!

Last Updated:

New Business Idea: এই তেল সাধারনত প্রসাধনী, সাবান, তেল ও ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর জেরে বাজারে লেমন গ্রাসের বেশ ভাল চাহিদা রয়েছে ৷

নয়াদিল্লি: ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া ৷ লেমন গ্রাস (Lemon Grass Farming) চাষ করে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ৷ এই চাষ করে কেবল এক হেক্টর জমিতে লাভ করবেন প্রায় ৪ লক্ষ টাকা ৷
কম টাকা ইনভেস্ট করে আপনিও শুরু করতে পারেন লেমন গ্রাস ফার্মিংয়ের (Lemon Grass Farming) এই ব্যবসা ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন ৷ স্বল্প বিনিয়োগে এই ব্যবসায় প্রচুর অর্থলাভ সম্ভব ৷
advertisement
advertisement
বাজারে চাহিদা তুঙ্গে-
লেমন গ্রাসের (Lemon Grass) তেলের বাজারে বিপুল চাহিদা রয়েছে ৷ এই তেল সাধারনত প্রসাধনী, সাবান, তেল ও ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর জেরে বাজারে লেমন গ্রাসের বেশ ভাল চাহিদা রয়েছে ৷ এই চাষের সুবিধা হল খরা প্রভাবিত এলাকাতেও লেমনগ্রাস চাষ সম্ভব। মাত্র এক হেক্টর জমি থেকে প্রায় ৪ লক্ষ টাকার লাভ করতে পারবেন ৷
advertisement
(New Business Opportunity) লেমন গ্রাস রোপণ করার সবচেয়ে ভাল সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মাস ৷ একবার রোপণ করার প্রায় ৬-৭ বার ফসল কাটতে হয় ৷ এক বছরে এক কাঠা জমি থেকে প্রায় ৩ থেকে ৫ লিটার তেল বের করা হয় ৷ বিক্রি করা হয় প্রায় ১,০০০ থেকে ১৫০০ টাকায় ৷ লেমন গ্রাস লাগানোর প্রায় ৩ থেকে ৫ মাসের মধ্যে প্রথম কাটা হয় ৷ এক একর জমি থেকে প্রায় ৫ টন লেমন গ্রাসের পাতা পাওয়া যায় ৷ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় এই চাষ শুরু করা যেতে পারে ৷ কিন্তু আপনার বাজেট একটু বেশি হলে প্রথমেই মেশিন ব্যবহার করতে পারবেন ৷ মেশিনের সেট আপের জন্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা লাগতে পারে ৷
advertisement
কীভাবে হবে আয় ? (Is lemon grass cultivation profitable?)
লেমন গ্রাসের চাষ থেকে শীঘ্রই ভাল আয় করতে পারবেন ৷ এক ক্যুইন্টাল লেমন গ্রাস থেকে ১ লিটার তেল বের হয় ৷ এর দাম বাজারে ১ হাজার থেকে ১৫০০ টাকা হয় ৷ ৫ টন লেমন গ্রাস থেকে কম পক্ষে ৩ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ লেমন গ্রাসের পাতা বিক্রি করেও ভাল টাকা উপার্জন (New Business Opportunity)করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আয় করবেন ৪ লক্ষ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement