New business Idea: পতিত জমিতে পুকুর কেটে করুন মাছ চাষ! সহযোগিতা করবে মৎস্য দফতর
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সংশ্লিষ্ট মৎসদফতরের অফিসে যোগাযোগ করলে সবথেকে ভাল হয়।
দক্ষিণ ২৪ পরগনা: আপনার কাছে পতিত জমি রয়েছে। সেই জমি ফেলে না রেখে তৈরি করুন ফিশারি। লাভ হবে লক্ষ লক্ষ টাকা। ফিশারি তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। জলের চরিত্র বিশ্লেষণ করা, প্রতিদিন নিয়ম করে খাবার দেওয়া সহ একাধিক কাজ করতে হবে। প্রথমে পড়ে থাকা জমিটির চারিদিকে উঁচু করে পাড় দিতে হবে।
সংশ্লিষ্ট মৎসদফতরের অফিসে যোগাযোগ করলে সবথেকে ভাল হয়। সেক্ষেত্রে সরকারি সহযোগিতা পাওয়া যেতে পারে। বর্তমানে ফিশারি চাষের মাধ্যমে চিংড়ি ও অর্থকরী মাছ চাষ করলে ভাল ফল মিলছে বলে জানিয়েছেন এক মৎস্যচাষী বাপী পাল।
advertisement
বড় আকারে ফিশারি তৈরি করতে হলে কম করে দুটি পুকুর তৈরি করতে হবে। একটি বড় জলাশয় যেখানে মাছ চাষ হবে। দ্বিতীয়টি হবে সেকেন্ডারি জলাশয়।যাতে মাঝেমধ্যে জল বের করে দিতে হবে। আবার প্রয়োজনে জল প্রবেশ করাতে হবে। আর লাগবে জলে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করানোর জন্য মেশিন।এই জিনিসটি তৈরি করতে পারলেই আপনার পড়ে থাকা জমিটি যেখান থেকে কোনোও লাভ হচ্ছিল না সেখান থেকে আসবে লক্ষ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: Mutual Fund-এ বিনিয়োগ বেড়েছে ৫ গুণ, ব্যাঙ্কে আর টাকা রাখছে না কেউ, জেনে নিন এই বৃদ্ধির কারণ
একবিঘা জমিতে চিংড়ি চাষ করলে প্রায় এক চার লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। সরকারি ভাবে মাছ, মাছের খাবার সহ আরও অন্যান্য উপদেশ দিয়ে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে প্রাশাসনিকভাবে। তাহলে আর দেরি কিসের আপনার পড়ে থাকা জমিটিকে বানিয়ে ফেলুন ফিশারি হিসাবে। আর লাভ করুন লক্ষ লক্ষ টাকা।
advertisement
নবাব মল্লিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 8:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New business Idea: পতিত জমিতে পুকুর কেটে করুন মাছ চাষ! সহযোগিতা করবে মৎস্য দফতর