খরাকবলিত গ্রামে জল সরবরাহের সিদ্ধান্ত স্পাইসজেটের
Last Updated:
এবছর খরায় জর্জরিত লাতুর-সহ মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল ৷ অবস্থার এখনও প্রায় কোনও উন্নতিই হয়নি ওই অঞ্চলে ৷ তাই সেখানকার বাসিন্দাদের সাহায্যের হাত বাড়াল এয়ারলাইন্স সংস্থা স্পাইসজেট ৷ খরাকবলিত লাতুরের ১১টি গ্রামে একমাস ধরে জল সরবরাহ করার দায়িত্ব নিল স্পাইসজেট।
#লাতুর: এবছর খরায় জর্জরিত লাতুর-সহ মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল ৷ অবস্থার এখনও প্রায় কোনও উন্নতিই হয়নি ওই অঞ্চলে ৷ তাই সেখানকার বাসিন্দাদের সাহায্যের হাত বাড়াল এয়ারলাইন্স সংস্থা স্পাইসজেট ৷ খরাকবলিত লাতুরের ১১টি গ্রামে একমাস ধরে জল সরবরাহ করার দায়িত্ব নিল স্পাইসজেট।
বিমান পরিষেবায় এবছরই ১১ বছরে পা দিয়েছে স্পাইসজেট। আর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে লাতুরের অওসা অঞ্চলের ১১টি গ্রামে ২৩ মে থেকে ২৩ জুন পর্যন্ত প্রতিদিন প্রায় ৭১ হাজার ৫০০লিটার করে জল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর এই কাজে তারা সহযোগী হিসেবে পেয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই ভয়াবহ পরিস্থিতিতে লাতুরের খরাকবলিত এলাকার ১১টি গ্রামে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাই তাদের এই কাজে অনুপ্রাণিত করেছে বলে কর্তৃপক্ষের তরফে জানা গেছে।
advertisement
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2016 10:43 AM IST