মাত্র ১২ হাজার টাকা খরচ করলেই এবার ইউরোপ যাত্রা সম্ভব !

Last Updated:

বিভিন্ন লো কস্ট এয়ারলাইন্সগুলি এই দামেও ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে চলেছে ৷

#কলকাতা: শুধু দেশের মধ্যেই নয়, বিদেশযাত্রাও এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে ৷ তার কারণ অবশ্য বিভিন্ন বিমান সংস্থাগুলি টিকিটের দাম কমানোয় ৷ এই লো কস্ট বিমানসংস্থাগুলির জন্যই এখন অন্তত এশিয়ার মধ্যে ঘোরা অনেকটাই সহজ হয়েছে ৷ কিন্তু এশিয়ার বাইরে ? আমেরিকা তো ছেড়েই দিন আফ্রিকা বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার খরচ যে বিশাল ৷ অনেক আগে টিকিট কাটা থাকলে তবেই কিছুটা ডিসকাউন্ট পাওয়া সম্ভব ৷ নাহলে নয় ৷ ভারত থেকে ইউরোপ যাওয়ার নূন্যতম ভাড়া ৪৫ হাজার টাকা ৷ কিন্তু সেটাই এবার থেকে যদি ১২ হাজার টাকা হয়, তাহলে কেমন হবে বলুন ! হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিভিন্ন লো কস্ট এয়ারলাইন্সগুলি এই দামেও ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে চলেছে ৷
ভারতীয় সংস্থা ইন্ডিগো-স্পাইসজেট যেমন রয়েছে, তেমনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভর্তুকি যুক্ত বিমানসংস্থা ‘স্কুট’ এবার থেকে অত্যন্ত কম দামে ইউরোপ যাত্রার সুযোগ করে দিতে চলেছে ৷ ১২০০০-১৩০০০ টাকাতেই এবার এদেশ থেকে ইউরোপ পাড়ি দেওয়া সম্ভব হবে ৷ স্পাইসজেট এবং ইন্ডিগো খুব তাড়াতাড়ি তাদের লন্ডন পর্যন্ত বিমান পরিষেবা চালু করতে চলেছে ৷ লো কস্ট এয়ারলাইন্সগুলিতে যাত্রীদের সংখ্যাও প্রতি সপ্তাহেই বাড়ছে ৷ এর ফলে আরও বেশি দেশে বিমান চালানোর পক্ষপাতী ইন্ডিগো-স্পাইসজেট-স্কুটের মতো বিমানসংস্থাগুলি ৷ এছাড়া নরওয়েজিয়ান এয়ার এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপও এবার ভারতে বিমান চালানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১২ হাজার টাকা খরচ করলেই এবার ইউরোপ যাত্রা সম্ভব !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement